পুরানো সেই দিনের কথা…….

আজ প্রায় ৩ বছর হতে চলল।
ছেড়ে এসেছি আমার প্রিয় প্রাঙ্গন। ভুল বললাম, আমাদের প্রিয় প্রাঙ্গন।
কেমন আছে আমার প্রিয় কলেজ? জাহাঙ্গীর শিক্ষা ভবনের সামনের গোল চত্বরটা কি এখনো খালি পরে আছে? কলেজ কর্তৃপক্ষ কি ওখানে লাগানোর মতো কিছু এখনো জোগাড় করতে পারেনি? এখনো কি দ্বাদশ শ্রেণীর ক্যাডেটরা মাগরিবের নামাজের পরে একজনকে ফোয়ারাটার ভিতরে চুবুনি খাওয়ায়?
কত স্মৃতিবিজরিত আমাদের এই প্রাঙ্গন। অনেক কথা বলার ছিলো কিন্তু আবারো সেই পুরনো পরিবেশে ফিরে আমার কথাগুলো প্রকাশের পথ খুঁজে পাচ্ছে না। শুধু বলি, ভালো থেকো বন্ধুরা। তোমাদের সাথের তুলনাহীন ৬ টি বছরের স্মৃতি সারাজীবন স্বযত্নে লালন করে যাবো।

ভালো থেকো আমার প্রিয় প্রাঙ্গন, সমুন্নত রাখবো তোমাকে যেকোনো মুল্যের বিনিময়ে….

৩,১০৩ বার দেখা হয়েছে

৯৪ টি মন্তব্য : “পুরানো সেই দিনের কথা…….”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেকি ভুলা যায় ! 🙁


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আইছে আরেকটা,

    মনে হয় ভাষায় দিয়া আইছে ;)) ;))

    ওই রাহাত, ক্লাস সেভেনে মসজিদে জুম্মা টাইমে কি কি করছো তাড়াতাড়ি রিপোর্ট আকারে জমা দাও, কুইক


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. রাহাত (২০০০-২০০৬)

    যারা আমাকে স্বাগতম জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। ফয়েজ ভাই, কেলাস সেভেনে আমি জুম্মার টাইমে কুনো কথা কইতাম না, কারণ দ্বাদশ শ্রেণীতে আসবার পর চিল্লাইয়া গলা ফাটাইতে হইছে:(
    দিহান ভাই, আমি এখনো :frontroll: দিয়ে যাচ্ছি 🙁
    রায়হান ভাই, ভাল আছি:), কিন্তু তেলাওয়াত আগের মতো আর হয় না 😀

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম... কোন হাউসে ছিলা? তুমি কি ক্লাস এইটে কোরয়ান তেলওয়াতে এলএম এ গিয়েছিলে?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. রাহাত (২০০০-২০০৬)

    চরি ভাবী, বুইজবার পারি নাই। নতুন আইছি তো, :shy:
    আহসান ভাই, আমি শেরে বাংলা হাউসের। এল এম এ গেছিলাম, কিন্তু এইটে।
    ভাবীকে চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 🙂 🙂 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : সায়েদ (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।