ওয়ার্নিং

সকালে ঘুম থেকে উঠে দেখলাম জিপি থেকে একটা ওয়ার্নিং লেটার আসছে, বিল পরিশোধ করার জন্য। দেখে কেন জানি ক্যাডেট কলেজ এর ওয়ার্নিং লেটার এর কথা মনে পড়ে গেল।

অতি সজ্জন চরিত্রের হবার পরও কেন জানি কলেজ থেকে দুইবার প্যারেন্টস এর কাছে ওয়ার্নিং লেটার আসছিল। পুরা মনে নাই, কিন্তু সারমর্মটা অনেকটা এই রকম যেঃ

কলেজ এর নিয়ম কানুন এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার জন্য আপনার পুত্র/পোষ্য কে সতর্ক করা হল। তার গর্হিত অপরাধের কারণে তাকে পঞ্চাশ (৫০) টাকা জরিমানা করা হল। পুনরায় এই অপরাদের পুনরাবৃত্তি হলে আপনার পুত্র/পোষ্যকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।

অপরাধ টা ছিল আমি শুক্রবার ব্রেকফাস্টে তিন মিনিট লেট ছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এই গুরুতর অপরাধের কারণে বাসাতে আকে কিরকম সঙ্কট পোহাতে হয়েছিল।

ভালো কথা, কেউ কি বলতে পারেন কলেজ থেকে আসা সব চিঠি তে এই পোষ্য কথাটা লেখার শানে নযুল কি?

৩,৫৩৪ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “ওয়ার্নিং”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    😮 😮 😮

    রকিব, কইরে তুই...???
    আইজকা চা দিয়া হইব না...মিস্টি নিয়া আয়...প্রায় পনের বছর পর পাবনার কেউ লেখা দিল... :thumbup:

    তোমার ভাল কথার উত্তর হচ্ছে, পোষ্য সেই ক্ষেত্রে প্রযোজ্য যখন কারো বর্তমান অভিভাবক বাবা-মা ছাড়া অন্য কেউ... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. ইফতেখার (৯৫-০১)

    :)) :))
    তুমি তো তাও ওয়ার্নিং পেয়েছো একটা ডিসিপ্লিনারী কারনে, আমার ওয়ার্নিং ২ টা:

    ১। স্যার কে সালাম দিয়েছি, হাত তুলি নাই (শুধু মুখে সালাম বলায়)। :boss:

    ২। এক স্যার এর ছেলেকে ডিনার টাইম এ প্রেপ এর পর দেখা করতে বলায় (ডিনার আর থার্ড প্রেপ এর মধ্যে খবর চলে গেসে), ছেলের জায়গায় স্যার আসছে দেখা করতে। :grr:

    জবাব দিন
  3. ধুর ! এইগুলিরে ওয়ার্নিং লেটার কয় নাকি?
    আমরা বলতাম প্রিন্সিপালের লাভ-লেটার। 😀

    রাব্বী প্রোফাইলটা বাংলায় পূরন করে দাও। নামের ডিস্পলেটা বাংলা হলে দেখতে ভালো লাগে। 😀

    জবাব দিন
  4. সিরাজ (৯৪-০০)

    আমার ভাই আনেক গুলা তাই মনে করবার পারতাছি না......
    একটা ছিল রাতে প্রেপ টাইমে মুজা না পরা...।।
    নামাযের সময় পাঞ্জাবির নিচে গেঞ্জি না পরিধান করা...।।
    বাকি গুলা পরে আরেক দিন কমু............ 🙁 🙁 🙁

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    আমার বাসায় একবার জটিল একটা লাভ লেটার আসছিল, সারমর্ম ছিল অনেকটা এরকমঃ
    আপনার পুত্র/পোষ্য রাতের বেলা কলেজ নিয়ম বহির্ভূত অতি গর্হিত :no: অপরাধ করিয়াছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    পোষ্য মানে মনে হয় "লোকাল গার্জিয়ান"।

    আমিও খাইছিলাম, দিব্য ভারতী হুট কইরা মইরা গেল, আমি কানলাম খুব, বাসায় চিঠি গেল আমি অসামাজিক কার্যে লিপ্ত ছিলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. টিটো রহমান (৯৪-০০)

    রাব্বি
    তোমাদের কলেজ সবার পেছনে। সো,লিখতে থাক, পড়তে থাক আর কমেন্টাইতে থাক
    (তয় খবরদার কোন ছেলেপিলের দিকে নজর দিবা না ;;; )


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  8. রাব্বি (১৯৯৮-২০০৪)

    বস কাল দেখলাম BCC এর ছোটো ছোটো পুলাপান গো শিং নিয়া ধরা খাইছে চেকিং এর সময়। আর আমাদের মত প.ক.ক এর নীরিহ ছেলেদের দিকে ইঙ্গিত করা তা আল্লাহ বারদাস করবে না। :(( :(( :(( (আমিন...... বলেন ছুম্মা আমিন)

    জবাব দিন
  9. সাজিদ (২০০২-২০০৮)

    অনেক দিন পর কমেনটাই, এইচ এস সির প্র্যাকটিকাল পরীক্ষার টাইমে ব্রেকফাস্টে যাই নাই, কলেজ থেকে চলে আসার পর বাসায় লাভ লেটার আসছে
    "পুনরায় এই অপরাধের পুনরাবৃত্তি হলে আপনার পুত্র/পোষ্যকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।" এক্স-ক্যাডেটকে কেমনে বহিষ্কার করবে আল্লাহাই মালুম....

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।