শাদাশিদে

আমার এত কিছুর দরকার নেই
সহস্র লাইক,অসাম,জোশ আর ভণীতার অজস্র কমেন্টময় ফেসবুক লাইফ,
আমি চাই কেউ একজন গভীর রাতে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে কবিতা শোনার আব্দার করুক,
নিতান্তই খামখেয়ালীর বশে কেউ একজন জিজ্ঞেস করুক আমি কেমন আছি,
নির্মলেন্দু গুনের কবিতার মত আমিও বলছিনা ভালোবাসতেই হবে,
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
আমি রাতে খেয়েছে কি না,
কিংবা আমার চুল গুলো এত বড় কেন?
কেন অগোছালো?
কেন অমসৃন দাড়িতে ঢেকে গেছে আমার মসৃন গাল
আম চাই কেউ একজন অত্যন্ত এটুকু দাবী করুক
একটি প্রেমের কবিতা লিখে দেয়ার
কেউ আমার ওপর প্রচন্ড অভিমান করে থাকুক
কেউ আমার একটি ক্ষুদেবার্তার অপেক্ষা করতে করতে অবশেষে ঘুমিয়ে পড়ুক ছোট্ট শিশুর মত
কেউ একজন জ্বর দেখার মিথ্যে অজুহাতে আমার কপাল ছুয়ে দিক
অন্তত আর কিছু না হোক হঠাত্‍ উড়ে এসে পড়া আমার চোখের ময়লা সরাতে
শাদাশিদে ভাবে দিক একটি ফুঁ. . .
কেউ একজন আমাকে বিকৃত নামে ডাকুক
আমার নাম পাল্টে সম্পূর্ণ নতুন নামে
আমাকে সম্বোধন করুক
কেউ একজন সদ্য মুক্তি পাওয়া কোন চলচিত্র দেখার আব্দার করুক,
তার পাশে আমার জন্যে বরাদ্দ করে রাখুক একটি সীট,
কেউ একজন আমাকে তার মনখারাপের সঙ্গী করে রাখুক
ছাতা হীন ইচ্ছের বর্ষায় ভিজে যাওয়া আমার চুল মুছে দিক
অথবা তীব্র শীতে আমার ফেটে যাওয়া ঠোঁটে
লেপে দিক,পেট্রোলিয়াম জেলি।
কেউ একজন বলুক,
তার বেলি ফুল চাই,
মাশরুমের চপ খেতে চাই
আরো চাই কাসুন্দী মাখানো কাঁচা আম,টক বড়ই কিংবা কচকচে একটি তাজা পেয়ারা. . . . .

আমি চাই কেউএকজন তার ছোট ছোট ইচ্ছের কথা আমাকে বলুক
আমি আমার বড় বড় ইচ্ছে গুলো অপূর্ণ রেখে তা পূরণ করতে চাই. . . . .

১,১১৪ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “শাদাশিদে”

মওন্তব্য করুন : রাব্বী (২০০৫-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।