প্রিয়তমা,তোমার জন্যে

প্রিয়তমা,
তোমার কান্নার শব্দ আজ কামানের আওয়াজকে হার
মানায় কেন?
তোমার মন খারাপ কেন এই অবেলায়?

১,১২৫ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “প্রিয়তমা,তোমার জন্যে”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    চমৎকার বিভাগ নির্বাচন; ব্লগর ব্লগর।
    কেননা আর যাই হোক একে কবিতা বলার :duel: ধৃষ্টতা দেখাওনি দেখে প্রীত হলাম।
    আর শহীদ কাদরীও অমিয় চক্রবর্তী থেকে লিখেছেন মেলাবেন তিনি মেলাবেন।
    কিন্তু শুয়োর তার প্রিয় কচু খুজে পেলেও তা কবিতা হয়েছে।
    এইটা কিছুই হয় নাই। :chup:
    সরি এতটা রুড হওয়ার জন্য।
    কবিতা আমার কাছে ধমবাদীদের ধর্মগ্রন্থের মত।
    মনে হয় বুঝাতে পেরেছি।
    এবার এক কাপ চা খা। :teacup:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. নাফিজ (০৩-০৯)

    রাজীব ভাইয়ের সাথে একমত।

    কোবতে লেখা বিশাল ঝামেলার কাজ, বুঝলা ? বেলাইন হইলেই গাল খাওয়া লাগে... তাই বলে কবিতা লেখা ছেড়ে দিওনা...কিন্তু মৌলিক লেখার চেষ্টা করো, ওকে ?? (যদিও ব্লগর ব্লগর ট্যাগ দেওয়া, তারপরও ধরে নিচ্ছি এটা আসলে কবিতাই...)


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন
    • রাব্বী আহমেদ (২০০৫-২০১১)

      ভাই,কারো কবিতা পরে অনুপ্রানিত হয়ে লেখার অধিকার লেখকদের আছে।বাংলা সাহিত্যের ইতিহাসে এর অনেক উদাহরন আছে।শহীদ কাদরীর কবিতা পড়ে অনুপ্রানিত হয়ে এটা লেখা।যাই হোক পরবর্তীতে আরো ভালো লিখবো. .

      জবাব দিন
      • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

        হুমম্‌, যদি শহীদ কাদরীর কবিতাটিতে অনুপ্রাণিত হয়ে লিখে থাকো তাহলেও মূলের এত কাছাকাছি ( যা কি না মূল লেখাটিকে বারবার মনে করিয়ে দ্যায়) হবার কারণে পাঠক তাকে কখনোই সহজভাবে নেবেনা।
        একটি লেখা পড়ে অনুপ্রাণিত বা তাড়িত হয়ে তুমি আরেকটি অনন্য, একেবারেই আলাদা সৃষ্টিকর্ম সাধন করবে, তবে সেই মূল কবিতাটি ধন্য, সেইসাথে তুমিও।
        আমি অবশ্য ভেবেছিলাম, তুমি শহীদ কাদরীর কবিতাটি না পড়েই লিখেছো (অন্যদের হয়তো একটু অদ্ভুত মনে হবে, তবে এমনটা হয়েছিলো আমার নিজের একটা লেখার ক্ষেত্রেই)। আর তোমার লেখায় যদি অনুপ্রাণিত হবার এই তথ্যটা বলে দিতে তাহলে খুব ভালো হতো।
        সিসিবি শুধু আমাদের আড্ডা-স্মৃতিচারণ-সৃষ্টিশীলতা চর্চার নিজস্ব গণ্ডীই নয়, এটি অনেক বাংলা ব্লগের একটি যেখানে প্রতিদিন অনেক অতিথি পাঠক এসে ঢুঁ মেরে যান। কিছু না বললেও (কারণ শুধু ক্যাডেটদের বিচরণক্ষেত্র বলে বহিরাগত পাঠকের প্রায় কোন মন্তব্যই পড়েনা কোন পোস্টে) এই ব্লগের সার্বিক মান নির্ধারিত হয় পোস্টের মাপে, তিলে তিলে। সেক্ষেত্রে সৃষ্টিশীলতার সংগে আমাদের দায়িত্ববোধও জড়িয়ে আছে।
        আমি ব্যক্তিগতভাবে মনে করছি (তোমার এ লেখা নিয়ে বলছিনা কিন্তু, ইদানিং কিছু লেখার মান দেখে বলছি), এ সময়ে (যখন সিসিবিতে সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে) লেখার মানের দিকে নজর দিয়ে মডারেশনে একটা বড়সড় পরিবর্তন আনা প্রয়োজন। (সম্পাদিত)

        জবাব দিন
  3. রাব্বী আহমেদ (২০০৫-২০১১)

    ভাই,কারো কবিতা পরে অনুপ্রানিত হয়ে লেখার অধিকার লেখকদের আছে।বাংলা সাহিত্যের ইতিহাসে এর অনেক উদাহরন আছে।শহীদ কাদরীর কবিতা পড়ে অনুপ্রানিত হয়ে এটা লেখা।যাই হোক পরবর্তীতে আরো ভালো লিখবো. . .:)

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)
    যদি তুমি বল,
    বিডিয়ারে সেই বিদ্রোহী জোয়ান অস্ত্র ফেলে দেবে,

    কিছু মনে করো না; এই লাইনটা পারলে কবিতায় রেখো না।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রাব্বী আহমেদ (২০০৫-২০১১)

      আমি সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা মুক্তির গান শুনিনি
      আমি দৃশ্য পটে মিথ্যে আশার স্বপ্নের জাল বুনিনি
      আমি সাহারার পথে একলা হেঁটে ভরা হাতে ফিরিনি
      আমি অশ্রু ভেজা সেই রমনীর আর্তনাদকে বুঝিনি

      আমি শুনবো তাই মুক্তির গান নীলকন্ঠের মুখে
      আমি বুনবো আজ স্বপ্নজাল নতুন সৃষ্টি সুখে
      আমি বিন্দুর মাঝে সিন্ধু খুঁজবো অসীম সেই সাহারায়
      বেদনার্ত রমনী থাকুক ভালোবাসার পাহাড়ায়. . . . .:)

      জবাব দিন
  5. সামিয়া (৯৯-০৫)

    বাপ্রে, উপ্রে দেখা যায় অনেক সমালোচনা হচ্ছে। এইটা কিন্তু তোর জন্য ভাল রে রাব্বী। মন খ্রাপ করিস না, সমালোচনাটা পসিটিভ ভাবে গ্রহণ কর, দেখবি দশ বছর পর রাজীব ভাই, নাফিজরে থ্যাঙ্কু দিতেসিস। মিজাজ খ্রাপ করে আবার ছেড়ে টেরে চলে যাইস না অন্যদের মত। সারভাইভাল অফ দি ফিটেস্ট ম্যান 🙂

    আর আমি ফাইজলামী করে একটা কমেন্ট করসিলাম, নো বিগ ডিল। প্রেমিকরা মুখে কত যে ফটফট করে...কাজের বেলায় ঝা ঝা। এইটা কইতেসিলাম আর কি। এই যেমন ধর প্রেমিকা যদি কইত, আর বিডিআর জওয়ান যদি অস্ত্র ফেলেই দিত, তাইলে তো ভালই ছিল, কি কইস?

    জবাব দিন
  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ভাল লাগলো... কিপ গোয়িং ...

    আমি কবিতা বুঝিনা, তাই এটা কবিতা কিনা সেটা যাচাই করার ইচ্ছা বা ক্ষমতা নেই। তবে তুমি যা বলতে চেয়েছো, তা বিলকুল বুঝতে পেরেছি...

    জবাব দিন
  7. সামি হক (৯০-৯৬)

    রাব্বী, তুমি শহীদ কাদরীর কবিতা পড়ে এ লেখা লিখেছ কিন্তু তা হয়তো তোমার মতো করেই লিখতে পারতে। এ লেখায় উনার লেখার ছায়া বড় বেশী পড়েছে।

    আর 'বিডিয়ারে সেই বিদ্রোহী জোয়ান অস্ত্র ফেলে দেবে' এই লাইনটা আমিও ঠিক মানতে পারি নাই।

    জবাব দিন
    • রাব্বী আহমেদ (২০০৫-২০১১)

      ভাইয়া,শহীদ কাদরীর অই কবিতাটি আমি হূমায়ুন আহমেদ যতটুকু তাঁর প্রথম আলোয় লিখেছেন অতটুকু ই পড়েছি।আর আমি সত্যি বলছি থিম চুরী করিনি।আমার মাথায় এই থিম এসেছে।কিন্তু এই লেখাটা লেখক মহলে একটু আলোচিত হয়েছে বলে আমি অনুপ্রানিত কথা লিখতে বাধ্য হয়েছি।আমাদের বাংলার স্যার বলতেন কারো লেখা পড়ে অনুপ্রানিত হয়ে তার থিমে লেখার অধিকার লেখকদের আছে।সেক্ষেত্রে লেখক তার নিজস্ব শব্দ চয়ন করবে।আমি কিছু সমসাময়িক ব্যাপার তুলে ধরেছি।শহীদ কাদরীর কবিতা আমাদের মত যারা অনেক অল্পবয়সী তরুন তারা অনেকেই পড়েনি।জানেওনা।হূমায়ুন আহমেদ নিজেও কিন্তু তারাশঙ্কর এর কাছ থেকে কবি নাম ধার করে উপন্যাস এর নাম দিয়েছে।তার শঙ্খনীল কারাগার তো হুবহু একটা কবিতার নাম।যা হোক কবিতা আমি একে বলবোনা।আর ভাই এত দুর্বোধ্য করে কবিতা লেখার কারনেই হয়তো আজ সবাই কবিতা দেখলে নাক সিঁটকায়।কেউ পড়তে চায়না।আমাদের প্রমথ চৌধুরির রচনার শিল্পগুন পড়তে হবে।এমন একটা লিখলাম যা আমি ছাড়া কেউ বুঝলনা তাতে কি লাভ?আর জীবনানন্দ নিজেই তো কোন ছন্দ মানতেন না।তারপরেও কি তার কবিতা গুলো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা না? 🙂

      জবাব দিন
      • রাজীব (১৯৯০-১৯৯৬)

        তারাশঙ্করের কবি আমার প্রিয় উপন্যাসগুলির একটি। যদিও আমার আরেক প্রিয় লেখক হুমায়ুন আজাদ বলেছেন ঐ উপন্যাসের নাম হওয়া উচিত ছিল কবিয়াল। কিন্তু ঐ উপন্যাসের নাম কবিয়াল হইলেও আমার প্রিয়ই থাক্তো।
        আর হুমায়ুন আহমেদের উপন্যাসটির নাম মহাকবি বা কবিরাজ হইলেও কিছু যাইতো আস্তো না। কবিতা ছাপানোর জন্য গু চিকিৎসা আর চাঁদের আলোতে লাংটা হইয়া দৌড়াইলেই উপন্যাস হয়না। যদিও ঐ বইটা টিনেজ বা উঠতি কবিদের জন্য উপাদেয়।
        আর শঙ্খনীল কারাগারের ভূমিকায় উল্লেখ করা উচিত ছিল নামটি কোন কবিতা থেকে নেওয়া।
        আর তোমার কোন বাংলার স্যার তোমাদের কি বলেছেন আর তোমরা কি বুঝেছো! খুব চিন্তার কথা!
        কলেজে থাকতে আমাদের এক স্যার জীবনানন্দ বিশেষজ্ঞ ছিলেন। কল্লোল যুগের কথা বলতেন।
        কোনদিন বন্দীর বন্দনা, উর্বশী ও আরটেমিস, চোরাবালি, অর্কেস্ট্রা, ক্রন্দসী র কথা কেউ বলেননি।
        মনে পড়েনা কোনো স্যার তেইশ নম্বর তৈলচিত্র, চিলেকোঠার সেপাই বা প্রদোষে প্রাকৃতজন নিয়ে কোনো আলোচনা করেছেন!

        আর কবিতা আমজনতার বিষয় না। স্লোগান আমজনতার বিষয়। যেমন নজরুল, রুদ্রের কবিতা। কবিতার পাঠক খুব কম এবং তাই থাকবে। কিন্তু তাতে গুণের কোনো ব্যাত্যয় ঘটেনা। পাঠক সংখ্যা বাড়ানোর জন্য কবিতাকে হুমায়ুন আহমেদিয়করণ করার কোনো মানে নেই।
        আর কে বলল জীবনানন্দ ছন্দ মানেননি?
        শুধু যদি রূপসী বাংলা দেখ তাহলে দেখবে প্রথম কবিতা বাদে বাকি সব সনেট।


        এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

        জবাব দিন
        • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

          রাজীব,
          আমরা বাংলার কিছু খুব ভালো স্যার পেয়েছিলাম যাঁদের কেউ কেউ পুরো একটা পিরিয়ড শুধু বানান লিখতে দিতেন (হুমায়ুন কবির স্যার)।
          আখতার হোসেন স্যার ভিন্ন শিরোনাম দিতে বলতেন পাঠ্য কবিতা বা গল্পটির।
          হাসনাত হারুণ স্যার লালসালুর মূল উপন্যাস পড়তে বলতেন, বোর্ডের পাঠ্য বইটুকু ছাড়িয়ে। সেই সাথে ছিলেন আব্দুল আজিজ স্যার, এমন মমতা নিয়ে পথের পাঁচালীর অপুর চরিত্র বোঝাতেন যে তাঁর নামই হয়ে গিয়েছিলো অপু।নজরুল ইসলাম স্যার 'সমুদ্রের প্রতি রাবণ' পড়াতে গিয়ে পুরো মেঘনাদবধ কাব্য উঠিয়ে নিয়ে আসতেন।
          কতগুলো খসখসে কাগজে কালো কালো শব্দ আর বাক্যে এত যাদু থাকতে পারে তাঁদের ক্লাসে উপলব্ধি করেছিলাম, সাথে ছিলো ফৌজদারহাটের পাহাড় ঘেরা সৌন্দর্য।
          দিনগুলো ছিলো বটে!

          জবাব দিন
  8. আমি আবার পক্ষপাত দোষে দুষ্ট ......রাব্বী তোর আবজাব লিখাও আমার হেভভি ভাল্লাগে... এইডাও আমার ভাল্লাগসে :)) অবশ্য আমি আমার কোবতে তেমন বুঝিনা, সেইডা কিন্তুক আলাদা ব্যাপার 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।