আমাদের দিন গুলি (ক্যাডেট লাইফ)

মনে পড়ে পড়া ভরা সেই পরীক্ষার রাত

অসমাপ্ত সিলেবাস এলোমেলো বই এর পাতায় অবাক দৃষ্টি পাত

কখন সময় খুঁজে ডিউটি মাস্টারকে ফাঁকি

কখনো ছাঁদে কখনো করিডোরে অনর্থক হাঁটাহাটি

কখনো আড্ডা মুখর গানে রাতের আকাশ হত ভারী

কখনো বিলাসী মন ক্যারিয়ার বিভোর স্বপ্ন আঁকতো তার ই

আমাদের দিন গুলি ছিল সাদা কালো তার মাঝে কখনো একটু রঙের ছোঁয়া পেলে

আমরাও হয়ে যেতাম বাধ্য মায়ের সবচেয়ে অবাধ্য ছেলে

শেষ বিকেলের শেষে কখনো উপচে পড়া ক্যান্টিনের ভীড়ে

গেমসের ক্লান্তি ঝেড়ে জীবনকে নতুন করে পেতাম ফিরে

কখনো স্টাফের কাছে শেষ বারের মত অনুরোধ

মাইল টেস্টের শেষে অবরুদ্ধ হৃদয়ের অবরোধ

মুক্তির খোঁজে খুঁজে যাওয়া কোন শান্ত শীতল নীড়

যেথা আজ লোকারন্য চেনা মানুষের ভীড়

আমাদের দিন গুলো ছিল এমনি সাধারন

তবুও ছিল জীবনের মাঝে কত শত আয়োজন

সেই সাদা শার্ট আর চেক টাই সাথে কালো প্যান্ট কালো জুতো

সন্ধ্যার পরে শান্ত প্রহরে প্রেপ যবে শুরু হত

কিছু হাসি মুখ কিছু কোলাহল চলত অবিরত

এরই মাঝে কিছু নিয়ম এড়িয়ে সময়কে ফাঁকি দেয়া

বইয়ের নিচে গল্পের বই এ নজর বুলিয়ে দেয়া

ঘন্টার শেষে দৌড়ে এসে কমন রুমে যাওয়া

বিধাতার কাছে আরেকটি বার সেই দিন গুলো ফিরে চাওয়

আরেকটি বার হৃদয়ের মাঝে বেদনা জাগাতে চাই

জানি কভু আর পাবোনা ফিরে তাই ভেবে ভেবে ব্যাথা পাই

মাঝে মাঝে মনে হয় ক্ষুদ্র জীবনের আরো কিছু সময়

আবারো ক্যাডেট হতাম সে তো মন্দ নয়. . . .

৮৯২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আমাদের দিন গুলি (ক্যাডেট লাইফ)”

মওন্তব্য করুন : আশিক (২০০৭-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।