ফ্রিজ, মিষ্টি এবং ইসসিরে

ইসসিরে……।কতোদিন ফ্রিজ থেকে মিষ্টি খাই না। পুরানো দিন গুলোর কথা মনে করে মনের কষ্টে যাই ফ্রিজ থেকে একটা মিষ্টি খেয়ে আসি।

 

(নতুনরা এই পোষ্ট না বুজলে ফ্রিজ খোলা নিষেধ)

১,৫৬২ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ফ্রিজ, মিষ্টি এবং ইসসিরে”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    এই ঐতিহাসিক পোস্টে আগে ১ম হয়ে একটা মিষ্টি খেয়ে নেই, তারপর বাকি কথা :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    মোল্লা থুক্কু মেল্লা পোস্ট কথাটা বাদ গেছে। 🙂
    পোস্টে কমেন্টে করে ইতিহাসের অংশ হয়ে গেলাম সেই সাথে ফয়েগ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য।

    জবাব দিন

মওন্তব্য করুন : শাহীন (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।