ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী- ০৯ (থাইল্যান্ড ভ্রমন)

ইদানীং এই এক সমস্যা। একদিন সিসিবি তে না আসলে এতো লেখা জমে যায় যে পড়ে কূল পাওয়া যায় না।এক সপ্তাহ দেশের বাইরে ছিলাম। এসে দেখি এতো লেখা । ২ দিন ধরে অফিসের ফাকে ফাকে পড়তেছি, তাও শেষ হয় নাই। আমার টুরের কিছু ছবি দিলাম। ছবিগুলো ব্যাংকক আর পাতায়া তে তোলা।
(অফ-টপিকঃ বীচের ছবি দিখে আবার কেঊ মিইন্ড খাইয়েন না। পাব্লিক ডিমান্ড ছিলো। )

from the plane
from the plane (from 55000 ft)
পাতায়া বীচ
পাতায়া বীচ
কোরাল আইল্যান্ড (পাতায়া)-১
কোরাল আইল্যান্ড (পাতায়া)-১
কোরাল আইল্যান্ড (পাতায়া)-২
কোরাল আইল্যান্ড (পাতায়া)-2
কোরাল আইল্যান্ড (পাতায়া)-3
কোরাল আইল্যান্ড (পাতায়া)-3
believe it or not
Ripley’s believe it or not
tiger with tigress
tiger with tigress
BTS (skytrain) bangkok
BTS (skytrain) bangkok

৩,২৪৯ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী- ০৯ (থাইল্যান্ড ভ্রমন)”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বউ-পোলা নিয়া পাতায়া বিচের পাশে গাড়ি পার্ক করে একটু এগোতেই দেখি পানি থেইক্কা উইট্টা আইতাছে পশ্চিমি টপলেস মধ্যবয়সী। নিজের আগ্রহ থাকলেও বউ পোলার ডরে লগে লগে উল্টা ঘুর! :bash: :bash: :bash: এরপর চইলা গেলাম এক আইল্যান্ডে। পোলারে নিয়া পাতায়া বিচ!! ~x( ~x( ~x(

    এরপর গেলে একলা, নইলে :just: কাউরে নিয়া ..........


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    বীচের ছবি গুলা পছন্দ হয়নাই :no: । আমাদের কক্সবাজার বীচ অনেক বেশি সুন্দর :thumbup: ।

    জানি, পাতায়া বীচ কি জন্য এত বিখ্যাত ;;;

    ঐজন্য দেখতে গেলে অবশ্য কিছু বলার নাই 😛

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    কক্সবাজারের কাছে এইগুলার বেইল নাই, তবে কক্সবাজারে পানিটা আবার একটু ঘোলাটে......। পুরা নীল না।

    অই রবিন, তোমার সাইন্স ফিকশনের কি অবস্থা?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।