ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৬, পদ্মা রিসোর্টে আমরা কয়েকজন

ব্লগার দের জন্য আবারো আমি সেলোগ্রাফী নিয়ে হাজির। যার যে স্বভাব।
আমরা কতিপয় কিছুদিন আগে ঘুরে আসলাম পদ্মা রিসোর্ট থেকে। কঠিন শীত যখন ছিলো।
সেই দিনের কিছু ছবি।
যাত্রা হলো শুরু

হাসি খুশি

আমেরিকা ফেরত কিবরিয়া আর পরাগ গল্প শুনায়

এ দোস্তি......

মাফিয়া ইমরান

পদ্মার পাড়ে

আবারো সবাই

নৌকায় করে পদ্মা রিসোর্ট এর পথে

আরমান এর পোজ

রিসোর্ট এর প্রবেশ পথে

আমাদের সিসিবি এর আদনান এর ভাবস

খাবার খাবার ক্ষুধা ক্ষুধা

ঘোরাঘুরি

পদ্মার চরে

আহা কি দোস্তি সাদিকুর আর আদনান এর

কেউ কি দেখে ফেললো?(একমাত্র ব্যাচেলর জোড়া)

জোড়ায় জোড়ায় নৌ ভ্রমনের পথে

ধুর, আমেরিকায় এরকম নৌকা নাই কেন

আমরা সব নৌকায়

পদ্মার ঢেউ রে......

আমরা কজন নবীন মাঝি

আম পাতা জোড়া জোড়া...

ভাবী সমগ্র

বজরা নৌকা মনে হয়

যাত্রা হলো সারা

আসার পথে আবারো কিবরিয়ার আলোচনা

১,৯২৩ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৬, পদ্মা রিসোর্টে আমরা কয়েকজন”

  1. তাইফুর (৯২-৯৮)

    পনের নম্বর ছবিতে সাদিকুর কে ঠান্ডা হবার উপদেশ হইল ...
    বাকী কমেন্ট পরে দিতেছি ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    প্রশ্ন নং ক। রবিন ভাবী কুন্ডা ??
    প্রশ্ন নং খ। বিয়া করস্নাই এখনও ??
    প্রশ্ন নং গ। করবি না ?
    প্রশ্ন নং ঘ। ম্যারেড পার্টির লগে তোর এত ঝুলাঝুলি কিসের ??
    প্রশ্ন নং উম। অভ্র তে উম ক্যাম্নে ল্যাখে ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    যতোই পদ্মা মেঘনা যমুনা ঘুরো, কপালে শেষ পর্যন্ত আছে শুধু আড়িয়াল খাঁ :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।