বাংলাদেশ-পাকিস্তান খেলা নিয়ে…

খেলার লেখা দেখে মনে পরে গেম ১৯৯৯ এর বিশ্বকাপ এর কথা। সেই ঐতিহাসিক বাংলাদেশ পাকিস্তান এর খেলার কথা।

তখন চলছিল আইসিসিএফএম এর প্রাকটিস। যেদিন খেলা সেদিন পুরা কলেজ কে গেমস অফ করা হল। কিন্তু আমাদের মাঠে যেতে হবে। কি মুস্কিল। মাঠে প্রাকটিস করছি আর হউস থেকে চিৎকার শুনছি। মেজাজ টা যে কি গরম লাগতেছিল বলার মত না। কিসের প্রাকটিস। মন তো খেলাতে। যাক তাও ভাল ছিল যে পাকিস্তান আগে ব্যাটিং করেছিল। প্রাকটিস শেষে দৈড়ে টিভি রুম। বাংলাদেশ এর ব্যাটিং পেয়েছিলাম।

হঠাৎ মনে পরল ঘটনা টা।

১,০৪৭ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “বাংলাদেশ-পাকিস্তান খেলা নিয়ে…”

  1. বাংলাদেশ যেইবার পাকিস্তানের সাথে জিতলো তখনো আমরা কলেজে যাইনাই।যাবো যাবো করতেসি।কাজেই ঐ টা বাসাতেই দেখসি।আর মজাও হইসিল ব্যপক।সারা দিন রঙ ছিটাছিটি।খোলা পিক আপ এ করে পুরা শহর চক্কর দেয়া আরো কত্ত কিছু। আমার মনে আসে আমি একটা সাদা টি শার্ট পড়ে বাইর হইসিলাম।বাসায় ফিরে দেখি সব রঙ এ জানি কোত্থেকে কোত্থেকে জানি ঐটা তে এসে লাগছে খালি সাদা রঙ টাই নাই। 😆

    জবাব দিন

মওন্তব্য করুন : mashroof

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।