উদ্ভট ফ্যান্টাসী – ০৪

উদ্ভট ফ্যান্টাসী – ০১ ০২ ০৩

৯।
রিকান কে বললাম “মূল কম্পিউটারে খোজ নাও এই মহাকাশযান সম্পর্কে।”

বলে নিজে বসলাম সংঘর্ষ হলে বা আক্রমন হলে কিভাবে তার মোকাবেলা করা যায়।
কিরিক্রি দেখো তো আর কি কি তথ্য পাওয়া যায় এই মহাকাশ যান এর ব্যাপারে।

কিরিক্রি এর উত্তর “গত শতাব্দীতে এই যানটি যাত্রা শুরু করে। একে চতুর্থ মাত্রার একটি অভিযান দেয়া হয়। মূল উদ্দেশ্য কি ছিলো তা কেন্দ্রীয় ডাটা বেজ এ সপ্তম মাত্রার নিরাপত্তা কোড ছাড়া বের করা সম্ভব নয়। শুধুমাত্র “বিজ্ঞান আকাডেমী” এর সদস্যরাই বের করতে পারেন।তবে বেশ কয়েক দশক পর এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া হয় নাগরিক কমিটি এর মতামতে। কেনো? সেটাও অজানা। “

“তুমি এক কাজ করো, ক্রিনি এর সাথে আমার যোগাযোগ করাও।” (ক্রিনি আমার কমিউনিকেশন মডিউলের ভয়েজ রিপ্রেসেন্টর।)

চেক করে দেখি, সাভাবিক গতির চেয়ে অনেক দ্রুত এগিয়ে আসছে। মনে হয় সংঘর্ষ হওয়া থেকে বাচার উপায় নাই। কি করি?

হঠাত মনে পড়লো সানা ভাই এর কথা। কি অদ্ভুত। ভুলেই গিয়েছিলাম। কিছুদিন আগেই সানা ভাই নাগরিক কমিটির একজন সদস্য হয়েছেন।
(নাগরিক কমিটির সদস্য তারাই হন যারা নিজ নিজ কাজের ফিল্ডে অসাধারন অবদান রাখেন। সানা ভাই যে রেডিও শুরু করেছিলেন গত শতাব্দীতে তা এখন আন্ত গ্যালাক্সী তে সবচেয়ে জনপ্রিয়)।
কিরিক্রিঃ “ক্রিনি এর সাথে যোগাযোগ করা হয়েছে”।

ক্রিনিঃ “আপনার মস্তিস্কের সিনাপ্সের স্পন্দন এর আন্দোলন থেকে বোঝা যাচ্ছে যে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত।”

আমিঃ “ক্রিনি তোমার মধ্য থেকে আবেগটা একটু কমিয়ে দিতে হবে। বেশি কথা বলো কাজের সময়। তুমি এখনি সানা ভাই এর সেলকেটর এ কানেক্ট করো। ”

সঙ্গে সঙ্গে সানা ভাই এর অফিস রুম এর ভার্চুয়াল চিত্র ভেসে আসলো আমার কন্ট্রোল রুম এ। বাহ, আমি এদিকে কঠিন বিপদে, আর ভাইজান দেখি আরামে বসে গান শুনছেন। সাথে আবার শওকত ভাই ও আছেন।

সানা ভাইঃ “কি ব্যাপার খবর কি? আছো কেমন?”
আমি ভাইকে সব খুলে বললাম। সানা ভাই সাথে সাথে খোজ নিয়ে জানাবেন বলে চলে গেলেন।
কিরিক্রিঃ “আর ২৮ মিনিট বাকি আছে সংঘর্ষ এর।”
ধন্যবাদ সুখবর দেয়ার জন্য।

রিকান ফিরে এলো হঠাত। নাহ, নিরাপত্তা এর জন্য তেমন কোন তথ্য পাওয়া যায় নাই।

হঠাত আমার মাথায় একটা আইডিয়া এলো। বেশ কিছুখন চিন্তা করলাম। জানি না কাজ করবে কি না। কিন্তু মাঝে মাঝে জুয়া খেলতে ভালই লাগে। আর যেহেতু আমি এই মহাকাশযানের অধিনায়ক তাই এই বিপদ মুহুর্তে আমার কারো পারমিশন নিতে হবে না।

পরবর্তী দশ মিনিট আমি একা একা উদ্ভট আইডিয়া টা নিয়ে চিন্তা করলাম। রিকান কে ডেকে বললাম, আমার ক্রিস্টাল রিডার টা দিয়ে যেতে। (এটা দিয়ে চিন্তার অনেক কাজ করা যায়। শুধু কিছু হাইপোথিসিস ইনপুট দিয়ে দিলে নিজে থেকেই বিশ্লেষন করে কিছু সিনারিও দিয়ে দেয়)।

কিরিক্রি, গ্যালাক্সী-আর৬ (উদ্ভট ফ্যান্টাসী-০৩) থেকে যে ডিস্ক টা এনেছি সেটার সিকিউরিটি খুলে দাও।

সেজন্য আপনার রেটিনা স্ক্যান লাগবে অধিনায়ক হিসাবে। এবং আর ৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি আছে।
রিকান বললোঃ স্যার আমরা বুঝি আর বাচতে পারলাম না।

১০।

শেষ পর্যন্ত বেচে গেলাম। কেমন করে ?? সেটা উদ্ভট ভাবে। আর কাউকে বললে হয়তো বলবে কি আজব? এভাবে কিভাবে?

আসলে আমাদের কে বাচিয়ে দিয়েছে ইউনো ল্যাংগুয়েজ। ভিন গ্যলাক্সি থেকে নিয়ে আসা এক ভিন্ন প্রযুক্তি। এটার খমতা এই প্রথম কোন মানুষ ব্যভার করলো বা ব্যবহার করে বেচে গেলো।

আসলে আগেই বলেছিলাম যেহেতু এটি প্রচলিত বাইনারী সিস্টেম থেকে শক্তিশালী, তাই এটি দিয়ে যেকোনো কিছু করা সম্ভব। কারন এটি দিয়ে যেকোনো কোড ব্রেক করা সম্ভব। আমাদের আদি গ্রহের বানানো যেকোনো সিকিউরিটি ভেংগে দেয়া সম্ভব। আমি ঠিক তাই করেছি। যখন সেই মহাকাশ যান টি আমাদের খুব কাছে চলে এসেছে তখন আমি ইউনো ল্যাংগুয়েজ ব্যবহার করে সেটার মূল কম্পিউটার এর নিয়ন্ত্রন নিতে পেরেছি খুব সহজেই। বলতে গেলে তেমন কোনো বেগ পেতে হয়নি। তারপর ওটাকে রিভার্স রূট এ ফেরত পাঠিয়ে দিয়েছি। ওটা এখন অনন্ত কাল ধরে অনন্তের পথে চলবে ঠিক আমাদের জীবনের মতো।

ক্রিনি আমার প্রিয় গান্ টা ছাড়ো তো।

পুরোটা কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে মিস্টি সুর…।
জনি জনি প্লিজ ডোন্ট ক্রাই…

৪,৫৫৩ বার দেখা হয়েছে

৮১ টি মন্তব্য : “উদ্ভট ফ্যান্টাসী – ০৪”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এত বিপদের মধ্যেও সানা ভাই এবং শওকত ভাই গান শুনছিলেন বলে ওনাদের ডিজিটাল ব্যান চাই... 😛

    রবিন ভি, ই পির্বটাও জিস হিইছে... :clap:
    আপনেরে চামে একখান... :salute:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. অনেকগুলি লাইন প্রথম বন্ধনীর ভিতরে দিয়েছিস কেন? এগুলি বন্ধনী ছাড়া দিলেও পড়তে কোন হেরফের হয় না। বরং ভালো লাগে দেখতে।

    আর দুই একটা বানান ভুল। অন্তত ফেব্রুয়ারি মাসের প্রতি সম্মান দেখিয়ে ঠিক করে দে। 😀

    লেখা ভালো হয়েছে। তবে আমার কোন পার্ট নাই দেইখা দুঃখ পাইলাম। খালি তুই একলাই নায়কের পার্ট করতেছিস। :grr:

    জবাব দিন

মওন্তব্য করুন : বন্য (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।