এস এম এস কাব্য আর আমরা

অনেকদিন লেখা হয় না।তারকা ব্লগারদের সাথে তাল মিলিয়ে যদি তারকা হওয়া যায় এই ধান্দা আর কি।আর অসাধারন সব লেখার ভীড়ে লেখার মতো লেখক আমি না।

সিসিবি তে ইদানিং ছড়া কবিতার যুগ চলছে।অসাধারন সব লেখা আসছে একের পর এক।তাই ভাবলাম এই চান্সে আমাদের কিছু শেয়ার করি।

আমাদের (৯৪-০০) এর মাঝে বেশ অনেকদিন আগে থেকেই একটা ফান চলে। শুরু অবশ্য আরমান (এমসিসি) করেছিলো। কিন্তু এখন মোটামুটি অনেকেই শুরু করেছে। সেটা হলো যেকোনো ব্যাপারে কবিতা, ছড়া দিয়ে এস এম এস করা। যেমন গত রবিবার এর এস এম এস গুলো ছিলো এরকমঃ

আরমানঃ
ছুটি আছে বুধবার,
আড্ডা জমতে পারে আবার।
না হলে আগামী শুক্রবার,
আছে একটা গেট টুগেদার।
ফায়ার অন আইস উত্তরাতে,
চেষ্টা করিস হাজির হতে।

আমিঃ
সবাই বিজি হয়ে গেলো,
উইকেন্ড তাই মারা খেলো।
আরেকটি ঘটনা হলো,
সাসেন এর বার্থডে চলে গেলো।
সাসেন এর কাছে ইফতার চাই,
এই জনমে না হলেও পরেরটাতে যেনো পাই।
৩ তারিখ ৯৪ ব্যাচের ইফতার হবে,
সবাইকে কিন্তু আসতে হবে।
ভেন্যু হলো ফায়ার অন আইস,
জায়গাটা বড়ই নাইস।

জহরুলঃ
আড্ডা হয়না অনেকদিন,
মিস করলাম জন্মদিন।
সাসেন এর বার্থডে?
খাওয়ার আশা বাদ দে।
সেলফ হেল্প এ করবো ইফতার,
আসো সবাই রোজাদার।
নেক্সট উইকে হইতে পারে,
বিজি আমরা থাকবো নারে।
রবিন দিবে ভেন্যু,
চুজ আমরা করবো মেনু।

জিনিসটা এখন বেশ মজা হয়। কেউ একটা এস এম এস করলেই বাকিরা চিন্তায় বসে ওর চেয়ে বেশি লাইন এ উত্তর দিতে হবে। ভাবলাম, এইগুলোর কয়েকটা আপনাদের সাথে শেয়ার করি।

***কারো কোনো আওয়াজ নাই,
তবে কি কোনো প্ল্যান নাই?
কার কার কোনো কাজ নাই,
চল কোথাও ইফতার খাই।
এস এম এস করে জলদি জানা,
ফোন করবি না করলাম মানা।

***জাদুর জীবনে আসছে ডালিয়া,
যাকে জাদু করবে বিয়া,
তাই যাদু চায় আমাদের খাওয়াইতে,
কিন্তু পারে না টাইমিং মিলাইতে।
আর রবিনের জন্মদিন আজ,
খাওয়ানোর চিন্তায় কপালে পড়ছে ভাজ।
তাই আজ ২ জনে মিলে করছে যুক্তি,
একসাথে খাওয়াইয়া চায় মুক্তি।
বিকাল ৫ টায় সবাইকে ডাকছে খাইতে,
ধানমন্ডি ২৭ এর bar-b-q tonight এ। (২০/১১/০৯)

***এলো ফ্রাইডে সন্ধ্যা,
জমবে আবার আড্ডা।
আজকের ভেন্যু তোহার বাসা,
সময়মতো হয় যেনো আসা। (০৪/১২/০৯)

***আজকে আছে খাওয়া দাওয়া,
লাগবে তাতে উত্তরা যাওয়া।
মোস্তফার বাসায় জামাই খাওয়া,
খাওয়ার ব্যাপারে নাই কোনো মানা।
চলে আসিস সন্ধ্যা বেলা,
খাওয়া হবে মেলা মেলা। (০৯/০১/১০)

***আজকে মোস্তফার হলুদ সন্ধ্যা,
২দিন পরেই সে বিবাহিত বান্দা।
চলে আসিস সবাই সন্ধ্যার পরে,
জ্যাম কিন্তু থাকবে সব মোড়ে মোড়ে। (১২/০১/১০)

***এসে গেলো সেই বিশেষ বার,
যাবো সেগুন কমিউনিটি সেন্টার,
ডাকেশ্বরী মন্দিরের একটু সামনে,
মোস্তফার বিয়ের সানাই বাজবে সেখানে।
কে কখন যাবি জানাইস,
গিফট এর টাকা নিয়ে আসিস। (১৪/০১/১০)

***গতো ফ্রাইডে মোত্তাকির এনগেজমেন্ট হলো,
কুরবানির পথে এক ধাপ এগিয়ে গেলো (০৪/০২/১০)

***আবার এলো শনিবার,
হবে আবার গেট টুগেদার,
কোথাও না কোথাও হবে বসা,
ধানমন্ডি লেক অথবা তোহার বাসা (০৬/০২০/১০)

***কামরুল থাকে নিকুঞ্জে,
ফ্রাইডে তে তার বিয়ে হবে সেনাকুঞ্জে।
আসিস সবাই ৭ টার দিকে,
আড্ডা জমবে শুরু থেকে (২৫/০২/১০)

***যদি না থাকে কাজ,
সন্ধ্যায় আসিস ধানমন্ডি আজ,
তোহার বাড়ি আজকের ভেন্যু,
জানি না কি হবে নাস্তার মেন্যু।

***দেখা হবে আজ মনসুরের সাথে,
জয়েন করবে সে আজ আড্ডায় রাতে,
তাই পোলাপান চলে আসিস সবাই,
যদিও ভেন্যু এখনো ঠিক হয় নাই।
ধানমন্ডি এসে কল দিস তোরা,
আশা করি তখন যাবে ঠিক করা।

***যদি খেতে চাও আম,
নাও সবাই টুম্পার নাম।
আগামীকাল সকাল বেলা,
খাবো সবাই আম মেলা।
তাজা টাটকা আম এর সম্ভার,
দেখা হবে কাল বুধবার।

৪,৭৩৪ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “এস এম এস কাব্য আর আমরা”

  1. আন্দালিব (৯৬-০২)

    চরম ক্রিয়েটিভিটি! 😀

    এসেমেসে সংক্ষেপে লিখতে লিখতে ইংরেজির তো বারোটা বাজছেই, এখন অনেক এসেমেস মর্মোদ্ধার করাই কঠিন হয়ে যায়! আপনার পদ্ধতি কাজে লাগানো যাবে! হুমম! B-)

    জবাব দিন
  2. খুব মজা পেলাম,এ কি হিরক রাজার দেশ এ এলাম?
    তবে যদি না থাকে ছন্দের মিল,কবির পিঠে পড়তেও পারে,দুই চারটা কিল
    (রবিন ভাই,মজা করলাম,mind কইরেন না,নিজ গুনে মাফ দিয়েন, বেয়াদবি ধইরেন না,হাহাহা ) :))

    জবাব দিন
  3. টুম্পা (অতিথি)

    আমার জামাই'র নাম বানান করেছ ভুল 😡
    জহরুল নয়, হবে জহুরুল।
    ভাবছি, তোমাকে কি চড়াবো শূল? :chup:

    তবু ও বলি, পিরা সাবাশ :thumbup:
    পদ্য কম্পাইলেশন-ঝাক্কাস :goragori:

    আইহায়, আমি ও কি হয়ে গেলাম তবে কবি? :-/
    আসলেই সঙ্গদোষ, এ সব ই!!! :dreamy:

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    গত দুই দিন ধরে
    বারবার এই পোস্টে ফিরে এসে
    ছন্দে ছন্দ মিলিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করলাম,
    কিন্তু...
    অনেক সাধনার পরেও
    মাথা থেকে কোন ছন্দই বের হলো না।
    হায়...
    আমার বুঝি আর
    হওয়া হলো না ছড়াকার
    এই জীবনে 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)
    কামরুল থাকে নিকুঞ্জে,
    ফ্রাইডে তে তার বিয়ে হবে সেনাকুঞ্জে।
    আসিস সবাই ৭ টার দিকে,
    আড্ডা জমবে শুরু থেকে (২৫/০২/১০)

    এইটা কোন কামরুল ভাই, ইনি?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. তানজিনা মেহেদী অমী (অতিথি)

    হায় রে মোদের চারা!
    খাইলি কেমন ধরা!

    কেমস ভাই এর বাসা
    পান্থপথেই খাসা।

    দেখবে যখন কমেন্টটা তোর আমার কেমস ভাইয়া,
    দেখিস আবার রাখবে তোরে লঙ্গাপ করাইয়া 😀

    জবাব দিন
  7. আরমান (১৯৯৪-২০০০)

    দেখলো সবাঈ কত্তো মজ়া,
    ছন্দ মিলানো ভীষণ সোজ়া।
    শুরু করলে হয়ে যায় নেশা,
    যদিও ডাক্তারি আমার পেশা।
    সপ্তাহ শেষে ছন্দ পাঠাই,
    সবাই মিলে আড্ডা জমাই। 🙂 🙂 🙂 🙂
    আসুন সবাই ছন্দ মিলাই,
    ছন্দে ছন্দে জীবন সাজাই......।। :shy:

    জবাব দিন
  8. আরমান (১৯৯৪-২০০০)

    চাইলেই কি আর ঘুম আসে হায়,
    সবাই যখন ছন্দ মিলায়,
    ঘুমানোতেও খুজি শব্দের মিল,
    ছন্দগুলো করে কিলবিল।
    খুজতে খুজতে দিল আযান,
    শেষ হয়ে এলো মাহে রমযান।
    কয়দিন পরেই ঈদুল ফিতর,
    পরবো পাঞ্জাবী, দিবো আতর।
    আল্লাহর কাছে করি দোওয়া,
    সবাই থাকুক ভাল,এটুকুই চাওয়া... 😀 😀 😀 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।