আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল –সেমিফাইনাল আপডেটঃ

আগের পোষ্টেই জানিয়েছিলাম যে ক্যাডেট কলেজ ক্লাবের আয়োজনে চলছে আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল প্রতিযোগীতা “Creato CCCL Cup” ।
আজকে হয়ে গেলো এই প্রতিযোগীতার ২টি সেমি ফাইনাল। তাই ভাবলাম একটু আপডেট জানিয়ে যাই সবাইকে।
১ম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো সিলেট ক্যাডেট কলেজ আর ফৌজদারহাট ক্যাডেট কলেজ।খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে। ২য় ভাগে মাঝামাঝিতে সিলেট খেলার একমাত্র গোল করতে সমর্থ হয় যা তাদের নিয়ে যায় ফাইনালে।

আসুন দেখে নিই,সিলেটের রোড টু ফাইনাল।
গ্রুপ পর্যায়ঃ
সিলেট বনাম ঝিনাইদহ (৪-২)
সিলেট বনাম রাজশাহী (ওয়াকভার পেয়েছে সিলেট)
কোয়ার্টার ফাইনালঃ
সিলেট বনাম ফৌজদারহাট (৩-২)
সেমিফাইনালঃ
সিলেট বনাম ফৌজদারহাট (১-০)

২য় সেমিতে মুখোমুখি হয় টুর্নামেন্টের হট ফেভারিট এবং সব টীমের আতংক(চরম সাম্প্রদায়িক) কুমিল্লা আর ঝিনাইদহ।
কুমিল্লার অসাধারন খেলোয়াড়রা খেলার শুরু থেকেই ঝাপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর। যার ফলে খেলার শুরুতেই এগিয়ে যায় কুমিল্লা। প্রথমার্ধ শেষে কুমিল্লা ২-০ তে এগিতে থাকে। ২য় অর্ধে কুমিল্লা আরো ভয়ংকর হয়ে উঠায় একে একে আরো ৫টি গোল হজম করতে হয় ঝিনাইদহকে। খেলাশেষ হয় ৭-০ ব্যাবধানে। কুমিল্লার নাফিজ(৯২-৯৮)৩টি, এমদাদ(৯৫-০১)২ টি, আরিফ (৮৯-৯৫) ১টি এবং আনিস(৯৩-৯৯)১টি গোল করেন। এমদাদ টুর্নামেন্টে ৪ ম্যাচে ১১ গোল করে ইতিমধ্যে ত্রাস হিসাবে আবির্ভূত হয়েছে।

আসুন দেখে নিই, কুমিল্লার রোড টু ফাইনাল।
গ্রুপ পর্যায়ঃ
কুমিল্লা বনাম ফৌজদারহাট (৫-০)
কুমিল্লা বনাম রংপুর (৮-১)
কোয়ার্টার ফাইনালঃ
কুমিল্লা বনাম পাবনা (২-১)
সেমিফাইনালঃ
কুমিল্লা বনাম ঝিনাইদহ (৭-০)

আগামীকাল হবে ফাইনাল।
সময়ঃ সন্ধ্যা ৭টা। ক্যাডেট কলেজ ক্লাবে।
আশাকরি সিসিবি এর অনেকেই আসবেন দেখতে।
শেষে দেখে নেই কুমিল্লা টীম এর একটি ছবি।

১,৬০৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “আন্তঃ ক্যাডেট কলেজ ফুটসাল –সেমিফাইনাল আপডেটঃ”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ৯৭ এ আইসিসি বাস্কেটবল মিটে সিলেটের বিরুদ্ধে যখন এফ সি সি'র আমরা ফাইনাল খেলতে নামি তখন স্বাগতিক এসসিসি'র বিরুদ্ধে গিয়ে বাকি ৮ ক্যাডেট কলেজ একজোট হয়ে আমাদেরকে সাপোর্ট দিসিলো। এইবার কুমিল্লা যেমনে সব কয়টা টিমরে হালি ডজন কইরা দিতাসে, কালকেও সিওর একই ঘটনা ঘটবো, সবাই সিলেটের পক্ষে যাইবো 😀

    ভামোস ভামোস এস সি সি ;)) ;))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : সাব্বির (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।