ঐতিহাসিক দিন

আজ থেকে ১৬ বছর আগে।

এই দিনে।
একদল নিরপরাধের জেলের শাস্তি হলো। তারা জানেও না কেনো। কিন্তু আদেশ যেহেতু হলো যেতে তো হবেই।
তাই তারা ভয়ে ভয়ে জেল খানায় গেলো। কিন্তু তারা জানেও না এই জেলখানার সময়টাই তাদের জীবনের সেরা সময় বলে গন্য হবে। মেয়াদ এর পর সবসময় আফসোস হবে এই সময়টার জন্য। এই কয়েদীরাই সবচেয়ে কাছের হবে তাদের জীবনে।
হ্যা, আজকে আমাদের মানে ৯৪-০০ এর কলেজে ১ম যাবার দিন। তার মানে জন্মদিন। :goragori: :tuski:
দোস্তরা সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। :hug:

(অফিসে বসে কাজে ফাকি দিয়ে লিখলাম বলে বেশি বড় হলো না। পরের বার।)

৩,৪১৮ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “ঐতিহাসিক দিন”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    ৯৪ ব্যাচরে জন্মদিনের শুভেচ্ছা। তবে একটা কথা মনে আয়া পড়লো লোভ সামলাইতে পারলাম না সেটা হলো আপনাদের ব্যাচের সাথে মালার সম্পর্ক নিয়া। মালা মানে গলার দিবার মালা না, অঞ্জন দত্তের একটা গান ছিলো মালা (তাইফুর ভাইগো ব্যাচের মাহফুজ ভাই কয়েকবার গাইয়া গানটা বেশ হিট বানাইছিল। ) ঐখানে লাইনছিলো "১২ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার " । -- রিবিন ভাই, মালাপি কি আপনেগো ব্যাচের এমজিসিসি?

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পুরা ভুয়া আর ফাঁকিবাজি একটা পোস্ট। নিশ্চয়ই কোনো সেলিব্রেশনও হয় নাই!! তবে এই ব্যাচের পোলাপাইনগুলারে কেন জানি খুব ভালা পাই। :no: :no: :no:

    শুভ জন্মদিন '৯৪-০০ ব্যাচ। অনেক বড় হও তোমরা। বড় ভাইয়ের ভাগের কেক-পেপসি কই?? B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. রশিদ (৯৪-০০)

    তারা জানেও না এই জেলখানার সময়টাই তাদের জীবনের সেরা সময় বলে গন্য হবে। মেয়াদ এর পর সবসময় আফসোস হবে এই সময়টার জন্য। এই কয়েদীরাই সবচেয়ে কাছের হবে তাদের জীবনে।

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।