যদি পাইতাম – ০৪

যদি পাইতাম- [১] [২] [৩]

গত ১৮ তারিখ রাতে ঢাকার র‌্যাডিসন হোটেলের বলরুমে হয়ে গেলো মার্সিডিস বেঞ্জ এর নতুন দুটি মডেল গাড়ি এর উন্মোচন অনুষ্ঠান ।
এর মাঝে মূলত যেই গাড়ীটি ফোকাসে ছিলো সেটি হলো “2010 Mercedes-Benz E Class Coupe”
প্রথম দেখায় ভালো লাগার মতো গাড়ি। জটিল। আর আফসোস লাগার মতো যে আমার হবার চান্স নাই। কারন যেই ২ পিস আনা হয়েছিলো তা নাকি উন্মোচনের আগেই বিক্রি হয়ে গিয়েছে। :grr: আমার সৌভাগ্য হয়েছিলো এই প্রোগ্রামটাতে থাকার।
এক নজরে-
2010 Mercedes-Benz E Class Coupe Specifications
Drivetrain
Layout Front Engine, RWD
Transmission 7 Speed Automatic
Suspension AGILITY CONTROL Sport Suspension with Individually Variable Shock Absorbers
Engine
Type: Mercedes-Benz V8
Horsepower 388 bhp
Torque 530 Nm (391 lb-ft.)
Performance
Fuel Consumption 10.9 liters per 100 km

পুরো প্রোগ্রামটাই ছিলো খুব সিম্পল কিন্তু গোছানো। আম্নত্রিত অতিথি ছিলো শুধুমাত্র বাংলাদেশে যারা মার্সিডিস বেঞ্জ এর মালিক তারাই। সংখ্যাটাও খুব কম না, ২১৩ জন।
আমি ওই তালিকার বাইরে থেকেই থাকার সুযোগ পেয়েছিলাম কারন পুরো প্রোগ্রামটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম থেকে করেছি।
এইবার কিছু ছবিঃ

মার্সিডিস বেঞ্জ প্রোগ্রাম-১

মার্সিডিস বেঞ্জ প্রোগ্রাম-১


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-২

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-২


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৩

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৩


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৪

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৪


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৫

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৫


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৬

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৬


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৭

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৭


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৮

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৮


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৯

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-৯


মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-১০

মার্সিডিজ বেঞ্জ প্রোগ্রাম-১০

২,৫২৬ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “যদি পাইতাম – ০৪”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    😀 😀 😀 ২য়


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ৬ আর ৭ নাম্বার ছবিতে দুইজনের মাথার উপরে দেখলাম লেখা EXPLORE & ENJOY.
    কাহিনী কী ? :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আহমেদ মাশফিক রায়হান সিউল (১৯৯৮-২০০৪)

    কেন গাড়ীর মডেল হিসেবে মেয়েরাই পারফেক্ট দেখার জন্যে সবাই নিচের পোস্টটা পড়তে পারেন 😛 😛 :

    শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৭ [ এতদিনে বুঝলাম শুধু মেয়েদের কেন গাড়ীর মডেল হিসেবে নেয়া হয়, পুরুষদের কেন নয় ]

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।