ফটোব্লগঃজাস্ট সেলোগ্রাফী-০৫ (লাংকাভি, মালয়েশিয়া)

সবাইকে দেরীতে শুভ নববর্ষ।

দেশে ছিলাম না। তাই সেই সময় জানাতে পারি নাই। আসার পর দেখি এতো ব্লগ যে কখন পড়বো চিন্তা করতে করতে পিরা যিবার দিশা।
এই কয়েক দিনে এতো ছবি তিলছি যে, বেশ কয়েক টা ফটোব্লগ দেয়া যাবে। আজকে তাই একটা দিলাম। তবে জায়গা টা ছবির চেয়েও সুন্দর।


Langkawi Jetty


pentai chenang, Langkawi


Langkawi


at sunset, Langkawi

View from Cable car

where last action of hindi DON movie shoot

high high near da sky

where last action of hindi DON movie shoot

Cable car, Langkawi

another beach in Langkawi

main symbol of Langkawi

কেউ মাইন্ড খাইয়েন না। তাইলে এডু স্যার ব্যান দিবো আমারে

৩,০৯৩ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “ফটোব্লগঃজাস্ট সেলোগ্রাফী-০৫ (লাংকাভি, মালয়েশিয়া)”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, সেকেন্ড লাস্ট ছবিটা দেইখ্যা মাইন্ড খাইছি... x-(
    এত দূর থেইক্যা তুলছেন কেন্‌??? 😡
    কাঁটা-কুটা কিছুই দেখি না... :no:
    মানিক, বৈঠক খানার বাতিটা... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রবিন তি দিখি পিলাপিইনের ইমিশনকে ইকদিম দিম দিচ্ছিনা x-(
    সিবাই সিমিদ্র সিইকতের কিছু প্রিকৃতিক ছিবি দিখবি বিলি ইশি কিরে বিসে ইছে, কিন্তি রবিনের তি দিখি কিনো খিবিরই নিই 😡 😡
    দিস ইজ নিট ফিয়ার, দিস ইজ নিট ফিয়ার ইটইল 😡


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।