ফটো ব্লগ : আমার জাস্ট সেলোগ্রাফী

অনেকদিন থেকে লেখার সময় করে উঠতে পারতেছিনা। অফিসে খুব ই প্রেসার এ আছি। খালি কাজ আর কাজ।
এর মাঝেই একটু পর পর সিসিবি চেক করি আর কমেন্ট দেই। (যাতে ইমোই থাকে বেশি)।

আজকে রায়হানের বিরিশিরি এর ছবি গুলো দেখে আমারো শখ চাপলো আমার তোলা কিছু ছবি শেয়ার করার। সব গুলোই আমার মোবাইল দিয়ে বিভিন্ন সময় আর জায়গাতে তোলা।

ময়মনসিংহ নদীর তীরে…

চিম্বুক পাহাড়, বান্দরবন…

বাসার ছাদে…

নীলগিরি, বান্দরবন…

নীলাচল, বান্দরবন…

ময়মনসিংহ…

অফিসের বারান্দা থেকে, এয়ারপোর্ট রোড…

সর্নমন্দির, বান্দরবন…

আমার গ্রামে…

কক্সবাজারে…

রাংগামাটি সেনানিবাস গেষ্ট হাউজ…

৩,৯৯৯ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “ফটো ব্লগ : আমার জাস্ট সেলোগ্রাফী”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    কিরে ট্যাগ রংপুর কেন 😉
    ছবিতো মাশাআল্লাহ সৌন্দর্য্য তুলছোস :boss: :boss:
    উপরে থেইকা চাইর নম্বর ছবিটার প্রেমে পিরা গেছি। :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া'৯৯

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।