এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,

এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,

যতটা সময় ধরে কেউ,
পাশে থাকে বেঁচে
খোঁজেনা কেউ তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,

মোহনার কাছে এলে ঢেউ,
ভাটিতে যায় বেড়ে
ডাকেনা উজানে তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,

মৌমাছি কানামাছি মৌ
যাপিতের কথাছলে
সাধে সুরেলা বিনাশে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,

বাপ্পী খান
১২টা ২১মিনিট
১৮/০৪/২০১৫ইং

১,৬৯৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,”

  1. সাইদুল (৭৬-৮২)

    মোহনার কাছে এলে ঢেউ,
    ভাটিতে যায় বেড়ে
    ডাকেনা উজানে তাকে
    এটাই নিয়ম নিয়তির

    বাহ চমৎকার তো!


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    বাপ্পি ভাই লিখে চলছেন ভালোই।
    পাঠক কমেন্ট করে চলেছে কিন্তু লেখকের দেখা নেই।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।