গতকাল রাতে

গতকাল রাতে

গতকাল রাতে বিবেক আমার,
স্বপ্নের কড়া নেড়ে করলো জিগ্গেশ্,
“আমায় ছাড়া আর কতদিন রবে?”
গতকাল রাতে…………………

জানালার পাশে বুদ্ধি আমার,
দুষ্টু হাসির সাহেব
চাইলো ফেরত সবটুকু তার
দেনাপাওনার হিসেব।।
গতকাল রাতে…………………

কার্নিস থেকে হুশিয়ারি দিয়ে,
বললো আমার প্রেম,
“নষ্ট করোনাকো পবিত্রতা,
শেষ বার শুধালেম!”।।
গতকাল রাতে………………..

কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
ব্যান্ডঃ এল আর বি
এ্যালবামঃ সুখ (১৯৯৩-৯৪)

২,৩৬১ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “গতকাল রাতে”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    আহ সেই গান। আনপ্লাগড এ্যালবামে বেহালার কাজটা অন্যরকম ছিল। চমৎকার একটা গান লিখেছিলেন ভাই। :boss: :boss:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    হ্যালো বাপ্পী,
    এ গানটা তোমার লেখা! তোমার লেখা দেখে প্রথমেই মনে হয়েছিলো, ওগুলো গান হিসেবে লিখিত।
    দেখো, গানগুলো কতশতবার শুনেছি, কিন্তু গীতিকারের নামটা দেখা হয়নি খেয়াল করে। কী লজ্জা বল তো!
    যাক, প্লিজ তোমার অন্য লেখাগুলোও শেয়ার করো এবারে চটপট।

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ধন্যবাদ বাপ্পী ভাই পুরান খনি উন্মোচন করার জন্য।
    আস্তে আস্তে বাকিগুলো ও দিতে থাকুন।

    এইটা আমার অন্যতম প্রিয় গান।
    অটঃ সুখ গানটাও খুব ভালো লাগে।
    ঐটা কার লেখা?
    ইদানিং আমার সুখের তক্তপোষে কামনার ছারপোকার অবাধ বসবাস ..।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : Bappy Khan (84-88)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।