অন্যরকম মমতার বন্ধন

পাছে বিব্রত হও,
কিংবা বিরক্ত,
তাই, আজকাল আর
সরাসরি তাকাই না
তোমার দিকে।

আড় চোখে তাকিয়ে,
অথবা না তাকিয়েই-
কেবল শব্দে-বর্নে-গন্ধে,
অনুভব করে যাই,
কতটা ভাল আছো তুমি,
অথবা কতটা ভাল নাই।

আজকাল জানো তো,
তোমার ভাল থাকাটা,
অতি জরুরী আমার কাছে।
তুমি ভাল থাকলেই কেবল
একরাশ প্রজাপতি উড়ে বেড়ায়
আমায় ঘিরে।
আর তুমি ভাল না থাকলে
মেঘে মেঘে ছেয়ে যায়,
আমার আকাশ।

বলতে পারো, এই
ভাল লাগাটার বসবাস
মনের ঠিক কোন কোনে?
যাকে দেখি কদাচিৎ-
না দেখারই মত,
যার সাথে কথা হয় না দীর্ঘ,
দীর্ঘ দিবস ও রজনি,
যার কাছ থেকে আসে না
কোনো বার্তা বা বাক্য
দিনের পর দিন,
যার দৃষ্টিতে কেবলই
ছুটে আসে উপেক্ষার বান :
তার জন্য, তবে কেন,
এই ব্যাখ্যাতীত মন উচাটন?

আজ আমি জেনে গেছি,
আমাদের একসময়ের
সেই প্রেম বদলে গেছে।
আজ যা দাঁড়িয়ে আছে
সে কেবলই অন্যরকমের
এক “মমতার বন্ধন”।

৪,৮০০ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “অন্যরকম মমতার বন্ধন”

  1. আজ আমি জেনে গেছি,
    আমাদের একসময়ের
    সেই প্রেম বদলে গেছে।
    আজ যা দাঁড়িয়ে আছে
    সে কেবলই অন্যরকমের
    এক “মায়ার বাধন”।

    একেবারে মন ছুঁয়ে যাওয়া কবিতা সত্তি দারুন।
    কবিতা পড়ে
    মনটাই বদলে গেল
    ভাললাগা তৈরি হল।
    মনেহল জেন
    ব্লগে আসা সার্থক হল।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      পপি, খুবই ভাল লাগলো আপনার মন্তব্যটা পড়ে।
      অনেক ধন্যবাদ, কষ্ট করে কবিতাটা পড়ার ও মন্তব্য করার জন্য।
      আপনাকে দেখছি, আজকাল আমার সব লিখাই পড়ছেন। আবার কিছু না কিছু লিখতেও ভোলেন না।
      জানেন, আজকাল নতুন কোনো লিখা পোস্ট করার সময় ভাবী, "এখানেও কি পপির কমেন্ট আসবে? যদি আসে, কি লিখবেন উনি?"
      তাজ্জব ব্যাপার, তাই না?
      কী অবাক কান্ড, দেখেছেন, কেবল লিখা আর তা পড়ার মধ্য দিয়েও একধরনের কানেকশন গড়ে ওঠা সম্ভব!!!

      আরেকটা কথা। কবিতাটা লিখার সময় ভেবেছিলাম, "মায়ার বাঁধন" না, লিখবো "মমতার বন্ধন"।
      কিন্তু কিভাবে যেন সেটা না লিখে, "মায়ার বাঁধন" লিখে তো ফেললামই, রেকর্ডও করলাম সেটাই।
      ভাবছি, বদলে দেবো নাকি? দু'জায়গায়ই।

      সাথে থাকার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ।
      ভাল থাকবেন......... (সম্পাদিত)


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  2. আমাকে মনে রেখেছেন তাই ধন্যবাদ। 🙂
    আপনার কবিতা গুল খুবি ভাললাগে তাই কমেন্ট করি।
    আর কবিতা গুল পড়ে মনে হয় ২জন একি পথের পথিক তাই সাথে থাকা।
    আমার দেখা, আপনার লিখা সব গুল কবিতা আমার ডায়ড়িতে সেভ করা।
    ক্লাস 3থেকে আমার কবিতা লিখা সুরু যা আজথেকে ১০ বছর আগে। জীবনের প্রথম কবিতার নাম (পরাজিত জীবন)
    একটা কথা বলি চুপি চুপি কাওকে বলবেন্না প্লিজ ওদিন এক জন আমার কাছে একটা এমন ধরনের কবিতা চেয়েছে জেমন টা আপনি এই কবিতায় লিখলেন।
    কিন্তু ইদানিং মাথায় তেমন কবিতা আসছেনা তাই আপ্নার কবিতা তাটা আমার বলে বেচারিকে দিয়েদিলাম হিহিহি।
    (conf) sorry

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।