এক হিতৈষীর শুভাকাঙ্খা

যেদিন থেকে জানলাম,
শুধু শুভাকাঙ্খা কিংবা সমর্থন দেয়াই নয়,
সমব্যথী কিংবা হিতৈষী হওয়াও নয়,
অন্য, অন্য আরও কিছু দরকার,
তোমার বন্ধুত্বের স্বীকৃতি পেতে –
আমি ঠিক করলাম,
আমি তোমাকে বন্ধন মুক্ত করে দেবো।

জানি না কোন অতিমানবীয় কিংবা
অলৌকিক গুন আমায় অর্জন করতে হবে
অথবা অপার্থিব কোন রূপ
আমায় ধারন করতে হবে,
তোমার বন্ধুত্বের শর্ত পূরণ করতে,
শুধু এটুকুই বুঝলাম –
ভীষণ অতিরিক্ত হয়ে উঠেছি
আজকাল আমি তোমার কাছে।

একলা চলার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো,
চলতে থাকো তবে একলাই –
জেনো, আমি থাকি বা না থাকি,
আমার আশীর্বাদ আর শুভাকাঙ্খা কিন্তু
সারাক্ষনই থাকবে তোমার মাড়ানো
পথের ধুলি বেয়ে বেয়ে।

দোষ-ত্রুটিতে ভরা নগন্য মানব আমি
অতিমানব হবো কিভাবে?
আটপৌরে লৌকিক মানুষ আমি
অলৌকিকতা পাবো কোথায়?
মলিনতায় ভরা পার্থিব প্রাণী আমি
অপার্থিব হবো কি করে?
তাই, আমি ঠিক করলাম, এবার তোমাকে
আমি বন্ধন মুক্তই করে দেবো।

এইবার তুমি ওড়োতো দেখি,
যেভাবে উড়তে চাইছিলে?
তোমার যাবতীয় ডানা মেলে
এইবার তুমি ওঠোতো উপরে,
যতটা উপরে উঠতে চাইছো?
শুধু লক্ষ্য রেখো, আর যেন হতে না হয়,
অন্যকোনো তীরন্দাজের লক্ষ্যবস্তু।

তোমার প্রত্যাখ্যানসহ যাবতীয়
উপেক্ষা-অবহেলা-অপমান
আমি সয়ে নেবো সবই হৃষ্টচিত্তে,
কিন্তু যা সইতে পারবো না, তা হলো,
আবারো কোনো তীরন্দাজের লক্ষ্যবস্তুতে
পরিণত হতে দেখা, এই তোমাকে………

৩,৮৯৯ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “এক হিতৈষীর শুভাকাঙ্খা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    আবেগ অভিমানে ভরপুর একটা চমৎকার কবিতা।
    আমি ঠিক করলাম,
    আমি তোমাকে বন্ধন মুক্ত করে দেবো।
    -- এমন অনেক ক্ষেত্রে, বিনিসূতোর একটা মায়ার বাঁধন অলক্ষ্যে থেকেই যায় আজীবন।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      "এমন অনেক ক্ষেত্রে, বিনিসূতোর একটা মায়ার বাঁধন অলক্ষ্যে থেকেই যায় আজীবন।"
      এইটা একদম ঠিক বলেছেন, খায়রুল ভাই।
      আর যতই মুক্ত করে দেয়া হোক না কেন, কি যেন একটা পোড়ায়।
      থেকে থেকেই পোড়ায়!!!
      হতে পারে তা, তার সাথে শেষবার সময় কাটানো স্থানটি।
      কখনো যে জায়গাটা অতিক্রম করতে হলে, বহু বহু বছর পরেও দু'এক খানা স্মৃতি লাফিয়ে ওঠে মানসপটে, যেন তা এইতো গতকালই ঘটা জীবন্ত কিছু একটা।
      আর ঘটনাটা যদি হয় নিকট অতিতের অথবা জায়গাটা যদি হয় এমন যা, না চাইলেও মাড়াতে হয় প্রতিনিয়ত, তাইলে তো আর কোনো কথাই নাই.....
      😕 😕 😕


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মওন্তব্য করুন : popy

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।