কবিতা : ব্লক, অতঃপর……

ও মেয়ে, তুমি কি জানো?
আমাকে নিয়ে ভাবা অথবা
আমার প্রতি প্রক্ষেপিত –
তোমার প্রতিটি বাক্যই
হয়ে উঠতে পারে
কোন না কোন কবিতার পংক্তি?

ভাবনার কথাগুলো শুনি নাই কখনো
শোনা সম্ভবও না,
তাই কেবলই অনুমানে ভর করে
ওগুলো আনতে চাই না কবিতায়।
কিন্তু আজ যা প্রক্ষেপন করলে আমায়,
কবিতায় তা না এনে, কি করে থাকি, বলো?

আবার, কেনই বা তা
না আনতে পারা?
অনেকদিন পর, তোমার নিজ মুখে,
আমাকে বলা, এই কথামালা –
“সব জায়গায় ব্লক করেছি কিন্তু আপনাকে,
মেইলেও কিন্তু আপনি ব্লক, জানেন?”

আমি শুনি আর একগাল হাসি,
ভাবি, আর দীর্ঘশ্বাসে ভাসি –
“ও মেয়ে, পারলে ব্লক করো দেখাও দেখি:
সেদিনের সেই মুগ্ধতাগুলো,
ভাললাগাগুলো,
ভালবাসাগুলো?”
আর হ্যাঁ, তোমার এই,
“আমাকে ব্লক করার প্রয়োজনিয়তাগুলো?”

যদি সত্যিই কোনদিন
ব্লক করে দেখাতে পারো এসব,
সেদিন কিন্তু
বড়গলা করে আর
বলতে হবে না,
“আমায় ব্লক করেছো তুমি”,

বরং আমিই হারিয়ে যাবো
অন্য কোনো নিভৃতে,
নিরুদ্দেশে, ঠিকানাহীন
অন্য কোনো গন্তব্যে………

১,৫৫০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কবিতা : ব্লক, অতঃপর……”

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।