বিপ্রতীপ

“ছেড়ে যাবো” বললেই যদি ছেড়ে যাওয়া যেতো,
“সরে যাবো” বললেই যদি সরে যাওয়া যেতো,
“ভুলে যাবো” বললেই যদি ভুলে যাওয়া যেতো –

তুমি তাহলে কবেই তো
সব ছেড়েছুড়ে
দূরে সরে গিয়ে
সব ভুলে গিয়ে
মুক্ত বিহঙ্গের মত ডানা ঝাপটে বেড়াতে সারাটা আকাশ জুড়ে………

“ধরে রাখবো” বললেই যদি ধরে রাখা যেতো,
“পাশে থাকবো” বললেই যদি পাশে থাকা যেতো,
“মনে রাখবো” বললেই যদি মনে রাখা যেতো –

আমি তাহলে কবেই তো
আঁকড়ে ধরে রেখে
পাশে বসে থেকে
মনের মধ্যে ডেকে
নিশ্চিন্ত গৃহীর মত ঠাই নিয়ে বসতাম আপন গৃহকোনে………

তুমি আমায় ছাড়লে ঠিকই,
কিন্তু সেই খাঁচার জীবন
বেশতো দেখি কাটিয়ে যাচ্ছো।
মুক্তি তোমার মিললো না গো……

আর এই যে তোমায় ডুবে আছি
সারাটাক্ষন উদাস হয়ে, কৈ?
গৃহী জীবনটা মিললো না আর।
উরাধুরাই কাটছে সময় বেলা-অবেলায়……

২,৭০৮ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “বিপ্রতীপ”

    • পারভেজ (৭৮-৮৪)

      আজকে শুধু না, এই মাত্রই লিখা...

      তবে ভাবনাটা এসেছিল সন্ধ্যায়, অফিস থেকে ফেরার সময়, গাড়ি চালাতে চালাতে।
      কিন্তু লিখলাম এখনই...

      "মনে হচ্ছে আমার কথা আমার হয়ে লিখে দিল অন্য কেউ" - লিখালিখির এই এক অদ্ভুত কাকতাল, কার কি লিখা যে নিজের গল্প বলে মনে হয়, আবার নিজের কথাগুলো কখনো কখনো অপরিচিত লাগে।
      ভাবি, এগুলো কি আমি কখনো লিখেছিলাম নাকি???

      বড়ই তাজ্জব ব্যাপার...
      বড়ই তাজ্জব ব্যাপার...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    কি সুন্দর অভিব্যক্তি ঘটেছে হৃদয়ের গভীর আবেগের, এ কবিতায়!
    মনছোঁয়া কবিতা। জনপ্রিয় হবে, প্রায় নিঃসন্দেহে বলা যায়।
    সিসিবি'র খরা কিছুটা কাটালে এ কবিতা পোস্ট করে, তাই তোমায় ধন্যবাদ।

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      খায়রুল ভাই, আপনার কমেন্ট তো মাথায় হাত রেখে আশির্বাদ তুল্য।
      আমার কবিতায় এমন একটা আশ্চর্য-চিহ্ন যুক্ত বাক্য দেখে সাবিনার ভাষায় "লাজুক-লতা" হয়ে যাচ্ছি...
      আসলে কবিতা জিনিষটাই তো সবচেয়ে কম পারি, তাই সেটাতে কারো প্রশংসা পেলে প্রথম রিএকশন যেটা হয়, "ভাষা হারিয়ে ফেলি..."
      এখন, মনে হচ্ছে, সেই অবস্থার মধ্য দিয়ে যেতে হবে কিছুক্ষণ......


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    চলেই যদি যাবে পাখি
    গাইলে কেন গান
    সুরের ধারায় অচল প্রাণে
    বাঁধলে কিসের তান!

    পাখি চলে যেতেই আসে, কবি! ছায়াটি কি মুছে যায়? তার সুরের সুরভি অথবা টুইট কিন্তু ফিরে ফিরে আসে!

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      তুমি হলে আমাদের সিসিবিতে দীর্ঘতম সময় ধরে রাজত্ব চালিয়ে যাওয়া সর্বসম্মত কবি।
      বলা যায়, কনসিস্টেন্সির দিক দিয়ে সিসিবিয়ারদের প্রধান কবি ও কাব্য বিষারদ।

      যেকোন লিখায়, বিশেষ করে কবিতায় তোমার কি মন্তব্য আসে, সেটা দেখার জন্য আমি সহ অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করি।
      কারন এই "নুপুর ফিল্টার"-টা পার হওয়া আমার মতো সিসিবিয়ান ক্ষুদ্র কাব্যচর্চ্চাকারিদের কাছে খুবই গুরুত্বপূর্ন।

      আমার এই ক্ষুদ্র প্রয়াসেগুলিতে নূপুর নামক "হাতির পাড়া" পরলেই যেখানে খুশি হয়ে যাই, সেখানে প্রশংসাসুচক কথা বার্তা থাকলে তো বিগলিত না হয়ে আর কোন উপায় থাকে না।

      সত্যিই বিগলিত.........


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।