মেডেল মেডেল খেলা – একটি দুষ্টু কবিতা

– “কেমন ছিলাম?”
– “আসল পুরুষ!”
– “মেডেল কোথায়?”
– “ঐ দেখোনা, বাম বাহুতে”
– “ও মা! সেকি?
বাহুতে মেডেল
যায় নেয়া কি?
আচ্ছা যখন দিয়েছই,
থাক না ওটা
লাল টুকটুক আরেকখানা
চুমুতে গড়া মেডেল আঁকা
চাই যে আমার বুকের প’রে”
– “সেকি কথা? এক ইভেন্টে
দুইটি মেডেল যায় কি দেয়া?”
– “ও বুঝেছি! নতুন ইভেন্ট
চাইছ তুমি মেডেল দিতে?
তাইলে আর দেরী কিসের
চলো আবার ডুব দেয়া যাক,
মেডেল পেতে, এক্ষুনি……”

অতঃপর মেডেলের নেশায় আসল পুরুষ আবারো জলে নেমে গেল……

৮৯২ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “মেডেল মেডেল খেলা – একটি দুষ্টু কবিতা”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    পশ্চিমের লোকজন ভালবাসার কাঙ্গাল বড়। একটা না একটা সম্পর্ক না থাকলে ঠিক মান থাকে না এদের। বন্ধুরা সব ডেট করে বেড়াচ্ছেন তো একজন রবিনসন কি করবেন জানো?? তোমার এই মেডেল পেতে মিঃ রবিনসন ভ্যাকুম ক্লিনার দিয়ে গার্লফ্রেন্ডের মেডেলখানা নিজেই এঁকে বন্ধুদের দেখাবেন 😛

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    সাইদুল ভাই আর আকাশের জন্য একসাথে রেসপন্স।

    মাঝে মাঝে হালকা কিছু লিখতে ভালই লাগে।
    মনটা ফুরফুরে হয়ে যায়।
    সবসময় সিরিয়াস কথাবার্তাই লিখতে হবে, এমন কোন কথা তো নাই, তাই না?

    ইমোগুলি ও সেগুলির ধারাবাহিকতা দেখে খুবই মজা পেলাম।
    প্রথমে ভাবা "ঘটনা কি", তারপর কমন পড়ায় "Shy ফীল করা" এরপর "জানলো ক্যামনে" ভেবে জিব কাটা।
    না জানার কি আছে,
    "একদা আমরাও তরুন ছিলাম
    এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি
    সেই তারুন্য ধরে রাখতে
    দেহে না হলেও, মনের ভিতর......"


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।