রড স্টুয়ার্টের “If Loving You Is Wrong I Don’t Want to Be Right” শোনার পর

এক: পুরুষ খন্ড

তেমন প্রেমময় হোক বা না হোক,
কেটে তো যাচ্ছিল বেশ
আটপৌড়ে এই সাংসারিক জীবন।
তুমি এসে তাতে আন্দোলন তুলে দিলে,
ভাল লাগায় ভরিয়ে দিলে,
আমি নতুন করে জীবনের অর্থ খুজে পেলাম –
ছা’পোষা এই জীবনে।
প্রাণের এই আহবান
আমি দু হাতে ঠেলি কি করে,
আমিও তো মানুষ? রক্ত-মাংশের মানুষ।
আর সেই মানুষেরই তো
জাগে সাধ আল্লাদ, ইচ্ছে হয় ঘুরে দাঁড়াবার,
স্বপ্ন দেখার।

এখন যদি ভবিষ্যতের কথা বলে,
বন্ধুদের কথা শুনে,
ছেড়ে যেতে চাও
আমার মরা নদীতে বান ডাকিয়ে,
কেন যাবে না?
অবশ্যই যাবে –
কিন্তু আমার সেই
নিরানন্দ-ছা’পোষা-আটপৌড়ে
সাধহীন-আল্লাদহীন-স্বপ্নহীন
চিরচেনা পুরনো জীবনটা
কি করে ফেরত পাবো,
বলতে পারো?

দুই: নারী খন্ড

সকাল-সন্ধ্য দিবস-রজনি
কত কত মুখ দেখি, চারপাশে –
উন্মুখ হয়ে চেয়ে আছে নির্নিমিলিত চোখে
একটু খানি ভ্রুকুটতে বর্তে যায় সবাই
লুটিয়ে পড়ে ধুলোয়।

এত এত দেখি,
তোমার মত নয় কেন তারা
একজনও?
বলতে পারো, কি মন্ত্র জানো তুমি,
যার ছোঁয়ায় ধুলায় লোটে
সব সংস্কার আমার?

প্রেমে যখন পড়েছিলাম পিছনে ফেলে সব –
তোমার ছাপোষা-আটপৌড়ে সংসারী জীবন,
তোমার বয়সের ভা্‌র,
তোমার অসুখ-বিসুখ,
কোন কিছুই বাধা হয়নি পথে।
এই অসাধারন যত্নবান মানুষটার আকর্ষন থেকে
মুক্ত হতে কাজ করেনি
যুক্তিগ্রাহ্য কোনই বোধই তখন।

আজ তাই বিদায় বেলায় প্রশ্ন
তুমি করতেই পারো –
“সেই সব আদর-সোহাগ,
সেই সব অপেক্ষার প্রহর,
সেই সব রাত-ভোর করা,
সেই সব মন ভেজানো,
সেই সব হৃদয় ছোয়ানো,
কত কত যে অভিজ্ঞতার স্মৃতি –
সবই কি তাহলে ছিল ভুল?”

কি করে বোঝাই আজ –
“হৃদয় দিয়ে ছোঁয়া, কোন কিছুই ভুল না গো
তাই, সব কিছু কি আর যায় গো বলা
শব্দে-বাক্যে-ভাষায়-ব্যাকারনে?”
এইটুকুই শোন কেবল –
“আমি শুধু হেরে গেলাম,
তোমায় বিজয়ি দেখতে চেয়ে”।

আমায় তুমি লোভি ভাবো
কিংবা স্বার্থপর –
আমি তো জানবো তুমি ছিলে
কত কত উর্ধে এসবের।
কেউ না জানুক, বাস্তবে না হোক
আমার কছে মনের মাঝে
চিরটা কাল হয়ে থেকো
এক স্বপ্নের রাজকুমার।

পুনশ্চঃ গানটি শোনা যাবে এখান থেকে
আর লিরিক দেখা যাবে এখানে

১,১৭৬ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “রড স্টুয়ার্টের “If Loving You Is Wrong I Don’t Want to Be Right” শোনার পর”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "(If Loving You Is Wrong) I Don't Want To Be Right"

    If loving you is wrong I don't wanna be right
    If being right means being without you
    I'd rather live a wrong doing life
    Your mama and daddy say it's a shame
    It's a downright disgrace
    Long as I got you by my side
    I don't care what your people say

    Your friends tell you there's no future
    in loving a married man
    If I can't see you when I want to
    I'll see you when I can
    If loving you is wrong I don't wanna be right
    If loving you is wrong I don't wanna be right

    Am I wrong to fall so deeply in love with you
    knowing I got a wife and two little children
    depending on me too
    And am I wrong to hunger
    for the gentleness of your touch
    knowing I got somebody else at home
    who needs me just as much

    And are you wrong to fall in love
    with a married man
    And am I wrong trying to hold on
    to the best thing I ever had
    If loving you is wrong I don't wanna be right
    If loving you is wrong I don't wanna be right

    Are you wrong to give your love
    to a married man
    And am I wrong trying to hold on
    to the best thing I ever had
    If loving you is wrong I don't wanna be right
    If loving you is wrong I don't wanna be right

    I don't wanna be right
    if it means sleeping alone at night
    I don't wanna be right
    if it means coming home at night
    I don't wanna, I don't wanna
    I don't wanna never, never, never be right


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    "ইচ্ছে হয় ঘুরে দাঁড়াবার,
    স্বপ্ন দেখার"

    রড স্টুয়ারটের গান শুনতে শুনতে আপনার লেখা পড়ছি... দুটোই অসাধারণ! 🙂 🙂
    আমার ভোরের কফিতে বাড়তি চিনি আজ আর লাগলো না, ভাইয়া!

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।