শেষবার মন ভাঙ্গার পর

শেষবার মন ভাঙ্গার পর
কি একটা হয়েছে যেন আমার,
তোমার ছবির দিকে আজকাল
তাকাতে পারি না আর একেবারেই –
যদিওবা চোখ পড়ে অগোচরে,
সেইচোখ আটকে যায়
ছবির তোমাতে
ঠোটে-গালে-গলায়-মুখে
যেখানে যেখানে তোমাকে ছুয়েছে
আমার দুর্দমনীয় ভালোলাগা-ভালবাসা।

তোমার ছবির দিকে আজকাল
তাকাতে পারি না আর একেবারেই –
নাহ্‌! এটা কোন ঈর্ষা নয়
কিংবা নয় কোন ক্ষোভ
এ কেবলি জানা যে -,
মানুষ চলে যেতে পারে, কিন্তু
পিছনে রেখে যায় স্মৃতি –
অনেক, অনেক স্মৃতি:
সুখ-স্মৃতি, দুঃখ-স্মৃতি
স্পর্শের স্মৃতি, মুগ্ধতার স্মৃতি।

তোমার চলে যাবার পর,
তোমার ছবির দিকে আজকাল
তাকাতে পারি না আর একেবারেই –
চোখ আটকে যায়
ঠোটে-গালে-গলায়-মুখে
যেখানে যেখানে তোমাকে ছুয়েছে
আমার দুর্দমনীয় ভালোলাগা-ভালবাসা।
কোথা থেকে উড়ে উড়ে এসে ভীড় করে
একরাশ ব্যাকুলতা।
আমাকে ক্লান্ত করে,
আমাকে বিষন্ন, ভিষণ বিষন্ন করে।

৮১৬ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “শেষবার মন ভাঙ্গার পর”

    • পারভেজ (৭৮-৮৪)

      একটু ভিন্ন কনসেপ্ট না?
      যে সোজা বাংলায় ছ্যাকা দিল, তাঁর জন্যেই অন্য রকমের এক ভালবাসার চাষ শুরু হলো।
      কোন ঘৃণা না, প্রতিশোধ না, প্রতিবাদ না।
      এই ব্যাপারটা যদি সবার জন্য সত্য হতো, পাঠক হিসাবে শুধু না, মানুষ হিসাবেও আমি অনেক খুশি হতাম। (সম্পাদিত)


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      সেদিন একটা স্ট্যাটাসে পড়েছিলাম, প্রেমাস্পদের চলে যাওয়া যতটা কষ্টের, তারচেয়ে ঢের বেশী কষ্টের হলো তারে অন্যের সাথে সুখি জীবন যাপন করতে দেখা"
      আমার কাছে বড়ই হিংসুটে মনে হয়েছে স্ট্যাটাসটা।
      কারনঃ
      প্রথমতঃ এই কবিতার যে থিম, সেটা। মানুষ চলে যেতে পারে কিন্তু সব স্মৃতি-ভাললাগা-মুগ্ধতা মুছে দিয়ে যেতে পারে না।
      দ্বিতীয়তঃ চলে যাওয়াটা সবসময় একতরফা নাও হতে পারে। যখন তা নয়, আত্ম অনুসন্ধান না করে কথা বলা কি ঠিক?
      তৃতীয়তঃ চলে যাওয়া মানেই তো আর প্রস্থান নয়। সেখানে ফিরে আসার ব্যাপারো থাকতে পারে।


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      এই রকম কোন কমেন্ট দেখবো, জীবনেও ভাবি নাই।
      জবাবে কিছু একটা লিখতে হবে ভেবে আরও গুলিয়ে যাচ্ছে।

      শব্দ-বর্ণের এইসব আঁকিবুঁকি কখনো কবিতার স্বীকৃতি পেলেই বর্তে যায়। ভাল লাগলে তো আকাশে ওড়াউড়ি করি।
      এখন তার কোনটাই না, বরং একটা গর্ত খুজছি সেখানে লুকোবার জন্য।
      আগে মাথা ঠান্ডা হোক তো...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মওন্তব্য করুন : মামুন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।