অনুব্লগঃ বেবীবুম

শোনা যায়, যে যে বছর বিশ্বকাপ হয়, তার পরবর্তি বছরের মার্চ-এপ্রিলে নাকি পৃথিবী জুড়ে বেবীবুম ঘটে।

আদর করে অনেকে এই বেবীগুলোকে “ওয়ার্ল্ডকাপ বেবী” বলেও ডাকেন।

***     ***   ***   ***

গত সপ্তাহে যুদ্ধোপরাধের রায় নিয়ে একের পর এক যেভাবে হরতাল চলছে, তাতে আগামি বছর জুলাই-এর দিকে আরেকটা বেবীবুম দেখা দিলে তার দায় নেবে কে?

মাননীয় স্পীকার, সংসদের কাছে প্রশ্ন –

সেই বেবীবুম কে কি নামেই বা ডাকা হবে?

“ন্যায়বিচার বেবীবুম” ?

নাকি “হরতাল বেবীবুম ??

১,৫৩৮ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “অনুব্লগঃ বেবীবুম”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ভাল প্রশ্ন করেছেন পারভেজ ভাই, তবে আমাদের দেশি কি আলাদা ভাবে কোন বেবিবুম এর প্রয়োজন হয়, আমরা তো সবসময়ই বুম 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      "আমরা তো সবসময়ই বুম"
      আরে না, কি বল? বার্থ রেট আন্ডার কন্ট্রল-এ আনার জন্য আমরা প্রাইজ ট্রাইজ পেলাম না কতো?
      অবশ্য আমাদের একটা ঐতিহাসিক ভাবে ইনহেরিট করা "বেবী বুম" উইন্ডো আছে।
      সেটা হলো সেপ্টেম্বর-অক্টোবরে।
      ফেসবুকের বার্থডে রিমাইন্ডারটা একটু লক্ষ করলেই সেটা ধরতে পারবা।
      আর এর অন্তর্নিহিত কারন যেটা সেটা হলো ডিসেম্বর-জানুয়ারির শীতে "কম্বল গরম করা" জনিত।
      তবে এদেরকে "কম্বল বেবী" বললে মাইর খাওয়ার সম্ভবনা অতি উচ্চ হারে।
      ওরা কিন্তু মেজরিটি।
      আর মেজরিটির সাথে সব সময় সাবধানে কথা বলতে হয়।


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন

মওন্তব্য করুন : ফরিদ (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।