পাঙ্গালিস্ট

একাদশ শ্রেণীর মাঝামাঝি। উনত্রিশ তম ব্যাচের জুনিয়র প্রিফেক্টদের তখন জুনিয়র পাঙ্গানোর মসরুম চলিতেছে।
প্রেপ টাইমে জনৈক জুনিয়র প্রিফেক্টকে দেখিলাম কাগজ কলম নিয়ে একাগ্রচিত্তে কি-জানি লিখিতেছে। কৌতূহলবশতঃ কাছে গিয়া দেখিলাম সে লিখিতেছে—

পুশআপ————– ৫০ টি
লং আপ————– ১০ মিনিট
ফ্রন্টরোল—————২৫ টি
লকার স্টিকের বাড়ি—- ১২ টি
ইত্যাদি ইত্যাদি………

কারন জিজ্ঞাসা করিলাম।
উত্তরে সে বলিলো, ” জুনিয়র পাঙ্গাইতে গিয়ে ভুলিয়া যাই কি কি পানিশমেন্ট দিবো, ফলে একটু পাঙ্গাইয়াই ছাড়িয়া দিতে হয়। কাজেই, এই সিদ্ধান্ত”।

উল্লেখ্য, ওই জুনিয়র প্রিফেক্ট একদিন ক্রসবেল্ট কাঁধে তুলিয়াছিলো।

২,৬২৩ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “পাঙ্গালিস্ট”

  1. তাওসীফ হামীম (০২-০৬)

    ব্লগে স্বাগতম। বানান মনে হয় একটু ভুল আছে কিছু জায়গায়। চলুক লেখা। আবারও ওয়েলকাম।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন
  2. অভি (০৬-১২)

    হামীম ভাই, রেজা শাওন ভাই এবং তুষার ভাই, ধন্যবাদ 🙂
    রেজা শাওন ভাই আর তুষার ভাই............... এই গরমের দিনে এই নাদানকে ফ্রন্ট্রোল দিতে কইলেন??? 🙁
    দুক্ষু পাইলাম...... আবারো ব্যাপারটা বিবেচনায় আনেন!! এই গরমে সত্যি সত্যি কি পুশ আপ দিবো??? 🙁


    অভি

    জবাব দিন
  3. দিবস (২০০২-২০০৮)

    ছেলে এখনো ফ্রন্টরোল লাগায় না দেখি। x-(

    দেরী করলে কিন্তু লিস্টের সবগুলা চলতে থাকবে কেয়ামতের ৩১ তারিখ পর্যন্ত। :grr:

    নামের শেষে সালটা উল্লেখ করে দিও। শ্রেণী, কাঁধ বানানগুলা ঠিক করে দিও।

    হ্যাপী ব্লগিং। লেখালেখি চলতে থাকুক। এখন কুইক ১০ টা দিয়া দাও। ইমোতে দেখ ক্লাস সেভেন একটা উল্টানী দিতেছে, ওরে ফলো কইরা ১০ বার ক্লিকাও।


    হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি

    জবাব দিন
    • অভি (০৬-১২)

      :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
      আরো দিবো??? 🙁


      অভি

      জবাব দিন
  4. হারুন (৮৫-৯১)

    ক্লাস টেনের পর ওসব চলে নাকি। টুয়েল্ভ পার করা ছেলের দাঁড়ি গোঁফ দেখা যাচ্ছে, এটা সিনিয়র জুনিয়র সবার ইজ্জতের বিষয়।


    শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..

    জবাব দিন
  5. মোর্শেদ (৯৮-০৪প.ক.ক)

    স্বাগতম, লিখতে থাক। ছোট হোক, বড় হোক।হোক বানান ভুল, লিখতে থাক। এখানে বাংলা পরীক্ষা হচ্ছে না যে, ছোট হলে বা বানান ভুলে নাম্বার কাটা যাবে। তবে একটু বড় হলে পড়ে আরাম হয়। আর বানান সেটা এমনি ঠিক হয়ে যাবে, তবে প্রয়োজন পরলে স্পেল চেকার অন করে নিতে পার। আমাকেও এক বড় ভাই এই বুদ্ধি দিছিল এই ব্লগেই :shy:


    মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ

    জবাব দিন
  6. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভালো ছিল- খালেক 😛


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    বাহ অনেকদিন পর ব্লগে দেখি ধুমায়া ফ্রন্টরোল চলতেছে, সাবাশ 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।