সিসিবি গুরুদের কাছে একটা অনুরোধ

ব্লগ সিনিয়র সানাউল্লাহ ভাইয়ের কাছে ‘যথাযথ’ ওয়েলকাম পাবার পরে বেশ ফুরফুরে অনুভব করলাম। আর তখনই একটা জিনিস মাথায় এলো। ব্লগে দেখলাম এই পর্যন্ত ১২৭৪টা পোস্ট, ৪৮২ জন সদস্য, ৪২,১৮৬ মন্তব্য।

সময়ের স্বল্পতা, ইন্টারনেট স্পীড, ‘সারভার ডাউন’ ইত্যাদির কারণে অনেকের হয়তো বেশ পেছনের পোস্টগুলো পড়া হবে না। কিন্তু আমি নিশ্চিত এই ব্লগে অনেক দামী অথবা মজার রচনা অতীতে হারিয়ে যাচ্ছে। ব্লগের অধিকাংশ যেহেতু আমাদের অতীত-কেন্দ্রিক, তাই এখানে আমার মতে সবকিছুই চিরন্তন ও সার্বজনীন (সর্বজন=সর্বক্যাডেট) । সময় পেলে আমরা অনেকেই হয়তো পুরনো পোস্টগুলো পড়ব। পড়ে হয় চিন্তা করব, দুঃখ পাব নতুবা হাসতে হাসতে ‘পিরা’ যাব।

এমন কি করা যায় না, কমেণ্ট সমেত সব পোস্ট একটা ই-বুক আকারে বের হল। আর আমরা তারিয়ে তারিয়ে এর রস আস্বাদন করতে পারলাম। ডাউনলোড অপশনটা শুধুমাত্র সদস্যরাই পেল।

আইডিয়াটা যদি ‘ফানি’ হয়, এই আশংকায় আগেই কয়েকটা :frontroll: দিয়ে নিলাম। ছোট্টরা একটু চোখ বন্ধ করে রাখ।

১,৬৫৪ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “সিসিবি গুরুদের কাছে একটা অনুরোধ”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, একটা ই-বুকের কাজ চলতেছে...প্রায় শেষের দিকে...তবে প্রথম বলে সেটাতে শুধু কলেজ রিলেটেড লেখা এবং কমেন্টছাড়া... :-B

    এডু, মডুরা এ ব্যাপারে আরো ভাল বলতে পারবেন...স্যাররা, আপনেরা কই??? ;;) ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : সায়েদ (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।