প্রথম হাবিজাবি

ব্লগে আমার প্রোফাইল খোলার পর আজই প্রথম লিখতে বসেছি। লেখক হিসাবে আমি বরাবরই দুর্বল প্রকৃতির। মনের ভাব সঠিক ভাবে ব্যক্ত করার ক্ষমতার দুর্বলতার দরুন আমাকে বাংলার এক প্রবাদপুরুষ ছিনাই (রাজশাহী ক্যডেট কলেজে তিনি সাঁনাই হিসাবে ব্যপক পরিচিত) তার ক্লাসে প্রায়শঃই নীল ডাউন করে রাখতেন। এতে লাভ কিছুমাত্র তো হয়ই নাই বরং অন্যরা বসে থাকার দরুন এবং আমি নীচে নীল ডাউন হয়ে থাকাতে বরাবরই আমার এন্টিনাও নীচে থাকত। ফলাফল বাংলা ডিপার্টমেন্টে আমি তুমুল হিট, পরীক্ষার খাতায় ভাবসম্প্রসারন ও সারমর্ম/সারাংশে ডাবল জিরো এবং প্রবাদপুরুষ আমার হাউস মাস্টার হওয়াতে বেশ কিছু দুঃসহ সৃতি। যা হোক ক্যডেট কলেজ ব্লগে এসে অনেকদিন পর সেইসব দিনগুলো মনে পড়ে যাচ্ছে।এই ব্লগটি লেখার সময় আরো মনে পড়ছে তাঁদের কথা যাদের এত যন্ত্রনা করে এসেছি।…………… :-B :-B :-B

২,৩৫৬ বার দেখা হয়েছে

৩৭ টি মন্তব্য : “প্রথম হাবিজাবি”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    স্বাগতম।

    এত বড় পোস্ট একসাথে না দিয়ে কয়েক কিস্তিতে দিলে পাঠকদের সুবিধা হত। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. ইমরান (১৯৯৯-২০০৫)

    ভাইয়ারা সবাইকে অজস্র ধন্যবাদ আমার মত এই নবাগত নাদানকে এত আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। কথা দিচ্ছি আরো বড় লেখা আসবে।


    রঞ্জনা আমি আর আসবো না...

    জবাব দিন

মওন্তব্য করুন : আরিফ আমীন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।