টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নিয়া আইতাছি

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নিয়া আইতাছি

১,১৭৪ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম নিয়া আইতাছি”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    সারাদিন সবাই যার যার ফ্রিজ থাইকা মিষ্টি খাওয়া নিয়া বিজি।আমি ভাবলাম জন্মদিনের মিষ্টি কি যার যার মত খায় নাকি।পার্টি হয় সন্ধ্যায়।সবাই একসাথে খাব তাই মিষ্টি খাব তাই টাঙ্গাইল গেছিলাম আনতে।আমার আসতেও লেট।আর ব্লগ অন এয়ারে আসতেও লেট।আমি ত ভাবছিলাম এত ফাকিবাজি পোষ্ট বুঝি বাদ পড়ে গেল।কিন্তু কি মনে করে প্রকাশিত হইল কে জানে :grr: x-( :shy:

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    "স্রষ্টাভৃত্য" ভাইয়ের অসামান্য চিত্রপ্রদর্শনী দেখে বিমুগ্ধতা লুক্কায়িত করে রাখতে চেয়েও পারলামনা...আমার মনের যাবতীয় মাধুরী এই চিত্রের ধাক্কায় হরিলুঠ হয়ে গেলো,রয়ে গেলো শুধুই কল্পনা...

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    খালি মালসিংহ ভাই ফাকি মারবো নাকি?
    সব ক্যাডেট ফাঁকিবাজ
    সব ফাঁকিবাজ মালসিংহ না
    সম্পাও ত কিছু দেয়না।এক্টু ফাঁকিও কি মারা যাইবনা?
    দুনিয়াতে ইনসাফ বল্লা কিচ্ছু নাইক্কা :((

    জবাব দিন
  4. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    এইইইইইইইইইইইইইইই সব্বাই শোন, এই চমচম শুধুই আমার একার :grr: । মিষ্টি নিয়ে তোমরা যা খুশী কর, মিষ্টার চমচমএর অধিকার আমি কিছুতেই ছাড়ব না :no: তা না হলে এই ডিসেম্বর মাসে আরেকটা মিষ্টিক্ষয়ী ঢিশকাই ঢিশকাই হয়ে যাবে বলে দিচ্ছি :gulli2: :gulli2:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  5. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    মিষ্টি নিয়ে তোমরা যা খুশী কর, মিষ্টার চমচমএর অধিকার আমি কিছুতেই ছাড়ব না

    "টাঙ্গাইলের মিষ্টি" রে নিয়া তুই কি বলতেছিস বুঝতে পারছিস????? x-(

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।