ফ্ল্যাশব্যাক ০৫

১।আমাদের কলেজ়ে মাঝে মাঝেই সাডেন ইন্সপেকশন হতো। একাডেমি ব্লকে এসে ক্লাশ টাইমে হঠাৎ আমাদের চাবি চেয়ে নিয়ে হাউস ডিউটি মাস্টাররা এবং এডজুট্যান্ট স্যার লকার চেক করতেন। তখন ত সবার আত্নারাম খাঁচাছাড়া। কিছু স্যার আবার ছিলেন বেশ উদার। ইংরেজীর শফিক স্যার আমাদের একজনের লকার থেকে এডুর চোখ ফাঁকি দিয়ে ‘পুস্তিকা’ নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন।
আরেকদিন চাবি নেয়ার পর আমাদের একজন মোকসেদুল ইসলাম রাজা স্যারকে কাঁচুমাচু করে বলল-
“স্যার আমার লকারটা একটু…”
স্যার দ্বায়িত্ব নিয়ে সেভ করলেন এবং পরে ঝারি দিলেন “ এত সস্তা জিনিস পড় কেন, এর চেয়ে ভাল কিছু ছিলনা?”
স্যাররা নিশ্চয় বাসায় নিয়ে পড়েছিলেন অনুমান করা গেলেও এই মহানুভাবতায় আমরা খুশি। 😀

২। আমি কলেজ়ে গিয়েই জিমন্যাষ্ট হিসেবে পরিচিতি পেয়ে গেলাম। কারন ছোটবেলা থেকেই আমি বেশকিছু কেরিকেচার জানতাম। ক্লাস সেভেন এ ‘ট্যালেন্ট শো’তে আমার এই ট্যালেন্ট শো করার কথা ছিল কিন্তু প্রিন্সিপাল ঘুটলি করতে দিলেন না(যদি এক্সিডেন্ট হয় সেই ভয়ে)।পরে ফ্রেন্ডদের চাপের মুখে ক্লাস এইটে করি।এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দুই পা দুই দিকে দিয়ে বসে পড়া। সিনিয়ররা আমাকে দেখলেই ডেকে বলতেন “এই জিমন্যাষ্ট, পা ফাক করে বসে পড়” তারপর ঐ অবস্থায় কথা বলতেন।আবার আরেকজনের সাথে কানাকানি করতেন- আরেকটা জিমন্যাষ্ট মেয়ে যে পা ফাক করতে পারে তার সাথে বিয়ে হলে সুবিধা হবে ! কি যে সুবিধা হবে ? :dreamy:

৩। আজ অফিসে আসার পথে ফার্মগেটে একটা কথা কানে লাগলো-
এই লইয়া যান – ব্র্যান্ডের ২০০-২৫০ টাকার গেঞ্জি ২০ টাকা লইয়া যান,লইয়া যান
আমি কৌতুহল চাপাতে পারলাম না, মজা করে জিজ্ঞেস করলাম-
মামা এত লসে ছাইড়া দিতাছেন !
সাথে সাথেই জবাব দিল- ব্যাবসায় কি লস আছে মামা ?

৪। আমার এক ফ্রেন্ডদের গ্রুপ ধানমন্ডি লেকে গিয়েছে আড্ডা দিতে। সেখানে একজন আরেকজনকে বলল ঐ মেয়েকে বলতে পারবি ‘ফারাহ খান-কি বাসায় আছে?’
সে সরল মনে জিজ্ঞেস করলো এবং সাথে সাথেই শু’রের বাচ্চা গালিবর্ষন সমেত ধাওয়া… :tuski:

৫। :just: কিছুক্ষন আগে আমার কলিগের কাছে শুনা তার নিজের কাহিনি- বাসায় বোতল নিয়ে গিয়েছেন। ওয়াইফ এবং তার ৫ বছরের মেয়ে ঘুমানোর পর সন্তর্পনে ছিপি খুলে মাত্রই গ্লাসে ঢেলেছেন ঠিক তখনি- ‘বাবা তুমি কি মদ খাও?’
দেখেন তার মেয়ে দড়জায় দাঁড়িয়ে এবং এই মেয়ের মুখ থেকে এইরকম কথা শুনবেন ভাবতেও পারেননি। 😮
পুরা রেড হ্যান্ড কট। কিছুক্ষন পর বিস্ময় কাটলে বললেন-না মা এইটা মদ না, বিয়ার।

২,৮২৫ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “ফ্ল্যাশব্যাক ০৫”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    আপনি বললেন না দিয়ে পারি ! আপনি একটু আগে লগইন করলেন তখনি বুঝেছি এখন কমেন্টাইবেন।
    কিন্তু ১ম ত হতে পারলেন না।অনেক চাঞ্চ ছিল। :khekz:

    জবাব দিন
  2. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)
    ইংরেজীর শফিক স্যার আমাদের একজনের লকার থেকে এডুর চোখ ফাঁকি দিয়ে ‘পুস্তিকা’ নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন।

    যদি একই ব্যাক্তি হয়, তাহলে এই শফিক স্যার আমাদের কলেজেও গিয়েছিলেন ... ... আমাদের হাউজ ক্লাস টিচার ছিলেন ... প্রিন্সিপাল ইন্সপেকশনের আগে আমাদের হাউজ অফিসে ডেকে নিয়ে বললেন,

    তোমাদের যার যা আছে, আমার কাছে জমা দাও, i promise u that i'll give it back to u after the inspection .

    আমরা সুবোধ ছেলের মত বলি, কি দিব স্যার???
    শফিক স্যার সুধায়, ছোট ছোট বই, রঙিন নায়িকাদের ছবি ইত্যাদি ... ...

    শফিক স্যারের আরও কত কাহিনী ... ... আমাদের হাউজের জুনিয়র টয়লেটে একবার ঠুকছে "বড় কাজ" করতে, আমাদের ওয়াসিফ ইপর দিয়ে পুরানো নাইট ড্রেসের ছেড়া কাপড় মারে তার মাথায় ... সেই নিয়ে কত কাহিনী ... আর পোলাপান বলে বেড়ায়, শফিক স্যারের কোষ্ঠকাঠিন্য হইছে, সব কষা হয় ... সেই থেকে তার নাম হয়ে গেল কশাফিক [কষা + শফিক]

    অবশ্য বেচারা বেশিদিন বরিশালে থাকেনি ... ...

    জবাব দিন
  3. এত সস্তা জিনিস পড় কেন, এর চেয়ে ভাল কিছু ছিলনা

    পিসিসিতে ওয়ালী স্যার প্রিন্সিপাল হবার পর দুই ক্যাডেট স্মোক করতে গিয়ে ধরা খেল হাতে নাতে। প্রিন্সিপাল স্যার চোখ গরম করে তাকাতেই ওরা ভেবেছিল, শেষ, ক্যাডেট লাইফ শেষ।
    প্রিন্সিপালের রণ হুঙ্কার, ব্লাডি রিকশাওয়ালা, গোল্ডলিফ খাচ্ছ কেন? একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো রাখবা। ক্যাডেট কি করে বেনসনের চেয়ে নিচে নামতে পারে?... (শোনা কাহিনী)

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আব্দুল্লাহ দারুন মজা পাইলাম বাডি :hatsoff:
    বহুদ্দিন পর রাজা স্যারের কথা মনে পড়লো, বস্‌ মাঝে মাঝে উত্তেজিত হইয়া ভার্সিটি লাইফের সেরকম কাহিনি কয়া ফালাইতেন 😀
    ফাটায়া লিখতেছিস ফ্ল্যাশব্যাক :thumbup: :thumbup:
    জিম্ন্যাস্ট কায়দাটার কথাও মনে পড়লো বহুদ্দিনোকি বাদ, জিম্ন্যাস্ট মাইয়ার সাথের বিয়ার আলোচনাটা কোন সিনিয়র করতো এইটা ক' তো ;;;

    সবশেষে ফ্ল্যাশব্যাক সিরিজ, জিন্দাবাদ :boss: দেখতে হবে কোন কলেজ+কোন হাউজ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।