ফ্ল্যাশব্যাক ০৪

১।দেবর ভাবীর সম্পর্ক ছিল চমৎকার।আসলে তারা ভার্সিটি ফ্রেন্ড কিন্তু ঢং করে ভাবী ডাকা । এতে রিলেশনটাও একটু ইয়ে হলো আর কি । আর ভাবী ডাকার অযুহাত হলো ভাবী ক্যাপ্টেনের উয়াইফ আর দেবর এক্স ক্যাডেট। সব আর্মি অফিসারের ঊয়াইফদের মনে হয় ক্যাডেটরা ভাবী ডাকতে চায়। ভাবী প্রায়ই ফান করে বলে চল দোস্ত চিপায় যাই…
দেবর কি আর না করতে পারে ! 😡

২। আমার মুরুব্বী গোত্রীয় ২ বান্ধবী আমার উপস্থিতিতে সেন্সর করে জোক্স বলছে- নতুন নতুন… আয়না।
আমার কি আর বুঝতে বাকি আছে !
আমার বিটলা মার্কা হাসি দেখে সেও বুঝলো যে আমি বুঝেছি। :khekz:

৩। এসএসসি’ র ভ্যাকেশনে আমাদের টাঙ্গাইলে একদিন সকালে কয়েকজন(সবাই অবশ্যই ক্যাডেট) তারেকের বাসায় গেলাম। সবাই বেশ ফুরফুরে মেজাজে আছি। আমরা সবাই খাওয়ার টেবিলে বসে খাচ্ছি। তারেক বার বার বেহুদা ফরমালিটি (ক্যাডেটরা আবার হিসাব করে খায় নাকি !) করে বলছে ‘দোস্ত নিজের বাসা মনে করে খা’।
আমাদের একজন কমেন্ট করলো- আমরা সবাই নিজের বাসা মনে করে খাচ্ছি কিন্তু তারেক ওর বাপের বাসা মনে করে খাচ্ছে। :pira:

৪। আমি যখন টাঙ্গাইলে শহীদ ক্যাডেট কোচিং এ পড়তাম তখন আমাদের সাথে একটা ছেলে ছিল ‘পিচ্চি রুবেল’। পিচ্চির অসাধারণ গুন ছিল ও যখন তখন ইচ্ছা কাঁদতে পারত।একদম রীতিমত চোখ ভিজিয়ে অস্থির, দেখে বুঝার উপায় নেই অভিনয়। পড়াশুনায়ও দক্ষতা ছিল এওয়ার্ড পাওয়ার মত। তার একটা নমুনা দেই-
– Died দিয়ে একটা বাক্য রচনা কর
– I died yesterday 😮
৫। ভার্সিটিতে সিলিয়া ম্যাডামের সাথে আমরা বেশ ফ্রি ছিলাম। সেই খাতিরে পোলাপাইন চাঞ্চ পেলেই ফান করতো। তার এক ফাকে আমাদের এক ফ্রেন্ড চামে চামে ম্যাডামকে উপদেশ দিয়ে দিল-
‘ ম্যাডাম, সাপের লেজ দিয়ে কান চুলকাবেন না ’। :-B

৩,৭৩৪ বার দেখা হয়েছে

৬২ টি মন্তব্য : “ফ্ল্যাশব্যাক ০৪”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    নতুন নতুন কাটলে আয়না দিয়া দেখে এইরকম ব্যাপারটা । কাইয়ূম ভাই বুঝছে। বুইঝা লন উনার কাছ থেকে।
    :grr: ঝাইরা কাশতে পারতেছিনা। অশ্লীল হয়ে যায়। ~x(
    তবে আমার লেখায় এইবার আমিই ফার্স্ট। :))

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    নাহ! লোকজন আমারে দিয়া খারাপ কথা বলাইয়া ছাড়বেই।
    এতো লোক না বুঝলে কাউরে তো বুঝানোর দায়িত্ব নিতে হবেই। আমারে মাফ কইরা দিয়েন সবাই।

    ২ নাম্বারটাতে নতুন নতুন আগাছা ক্লিন কইরা আয়না দিয়া দেখার কথা বলা হইছে। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আহ্সান (৮৮-৯৪)

    ই... মানে...
    আমিতো ২নম্বর টা বুইঝা ফালাইছি...কিন্তু সমস্যা এক নম্বরে...

    ভাবী প্রায়ই ফান করে বলে চল দোস্ত চিপায় যাই…

    আছেন কোন জ্ঞানী ভাইজান (অগ্রাধিকারঃ কেমস) একটু ভাব-সম্প্রসারন কইরা দিবেন... 🙁

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    এই পর্বটা বেস্ট।
    সিলিয়া ম্যাডামের সাথে কথা কইতে মঞ্চায়। আর কিছু না।

    এই বয়সে ত খালি কথা কইতে মঞ্চাওয়ার কথা না। তুমি কি কচি নাকি? আর এই পর্ব কিভাবে এক্সেপ্ট হবে সেটা নিয়ে কনফিউজ্‌ড ছিলাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : দিহান (অতিথি)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।