ফ্ল্যাশব্যাক ০৩

১। আমার ফ্রেণ্ড মাহবুবের ওয়াইফের নাম হাসি। হাসির মামাত ভাই রাজ়ীব মাহবুবকে পরিচয় করিয়ে দিচ্ছে ওর এক চাচার সাথে-

চাচা, এইটা হইল হাসির ভাতাড় ।
জামাইকে অনেক জায়গায় ভাতাড় বলা হয়। সম্ভবত ভাতের জোগান দেয়ার পুরস্কার সরূপ এই নাম।

২। আমার মামীর ব্লাড ক্যান্সার। গত মাসে উনি ছিলেন কাকরাইলে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাস্পাতালে। ব্লাড দরকার ছিল তাই আমার এক কলিগকে (কৃতজ্ঞতা মাছুম ভাইকে) নিয়ে গেলাম। উনি ক্রসম্যাচ করার জন্য ওয়েট করছেন।
আমি কিঞ্চিত ওয়াশ রুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। একটাতে দেখলাম একজন বয়স্ক লোক (পাঞ্জাবী টুপি দাড়ি) আয়েশী ভঙ্গিতে মেছওয়াক দিয়ে দাঁত মাজছেন, অযু করবেন। আরেকটা ভেতর থেকে বন্ধ এবং সামনে আরেকজন বয়স্ক লোক (পাঞ্জাবী টুপি দাড়ি) দাঁড়িয়ে আছেন অনেকক্ষন বিরক্ত মুখে। আমিও বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম-
এতক্ষন বাথরুমে কি করে, ঘুমায় নাকি?
উনি বললেন বাথরুমে কি ভাই কেউ ঘুমায় নাকি ?
একটু পর দেখলাম একজন বোরখা পড়া মহিলা বের হয়ে আসলেন এবং বুঝলাম কেন উনি ওয়েট করছিলেন।

৩। আজকে আমার এক কলিগ বলছিল- ইমরান আপ হইছে।
আমি বুঝতে পেরেও ডাউট নিলাম কি আপ হইছে?
সে বলল- সার্ভার।
আবার বলল ইমরান, ওকে?
আমার রিপ্লাই- ও তোমার চাচাত বোন।

৪। আমাদের ব্যাংকিং প্রফেশনে ফীগার টার্মটা বহুল প্রচলিত। ব্রাঞ্চ থেকে এক মহিলা কলিগের কোন ট্রানজিকশন ঝামেলা হয়েছে বুঝতে পাচ্ছেনা আমার কাছে সলিঊশন চাচ্ছে-
ভাইয়া আমি ত ঠিকভাবেই মেইনটেইন করলাম দেখেন ত আমার ফিগারটা ঠিক আছে নাকি?

মান্থ এণ্ডে প্রফিট লস ক্যালকূলেশন করি আমরা। ফীগার বের হওয়ার আগেই সব ব্রাঞ্চ সেটা জানার জন্য অস্থির থাকে কারন প্রফিট বেশি কমের উপর নির্ভর করে বোনাস কয়টা পাবে। ভাইয়া আমাদের ফীগারটা?
-আপনাদেরটা এখনো বের হইনাই। আপাতত আশে পাশেরটা দেখতে থাকেন।

৫। বাচ্চি স্যার ছিলেন আমাদের ভিপি। একবার এক মিক্স ক্লাসে আমাদের টেস্ট করছেন আর নিজের জ্ঞান জাহির করছেন। এক প্রসঙ্গে বলছেন-

হি ইজ নট কিং বাট কিংলেট
ইট ইজ নট বুক বাট বুকলেট
আর আমাদের ঝারি দিচ্ছন-
খ্যাডেট, খাকি পড়েছে কিচ্ছু পারেনা। খলংক – খলংক
সেটাকে আমরা প্যারডি করেছিলাম চাটগাইয়া ল্যাংগুয়েজে
খ্যাডেট, ফুতানা পড়েছে চু*তে পারেনা। খলংক – খলংক

৬। কোন এক বইয়ে পড়েছিলাম (নাম মনে নেই) এক বৃদ্ধ সম্পর্কে একটা কমেন্ট ‘যে নিজেই লাঠি ছাড়া দাঁড়াতে পারেনা তার লাঠি দাঁড়াবে কিভাবে?’

১,৬০৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “ফ্ল্যাশব্যাক ০৩”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    একবার একটা দেয়াল লিখন দেখেছিলাম... মূল লেখাটা ছিল আমরা সবাই জিয়া হবো... এর পরে অন্য কেউ লিখে দিয়েছিল খালেদা জিয়ার াতার হবো


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জাফর (৯৫-০১)

    আব্দুল্লাহ ভাই, সিরাম হইছে। আগামীকাল ফ্ল্যাশব্যাক ০৪ এর অপেক্ষা করব। :thumbup: :thumbup: :gulli2: :goragori:

    যে নিজেই লাঠি ছাড়া দাঁড়াতে পারেনা তার লাঠি দাঁড়াবে কিভাবে?

    :pira:

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)
    হা হা পি গে আব্দুল্লাহ ভাই…


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : ইশতিয়াক (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।