১২ সেপ্টেম্বরে মনে পড়ে বন্ধু তোকে…

মনে পড়ে তোকে বন্ধু আমার

জ্ঞান হবার পর থেকেই
আমার ছোট্ট পৃথিবীতে
রাজ্যের দুষ্টুমি আর
ছেলেমানুষির একান্ত সহচর
আমার প্রিয় বন্ধু তুই একজন।

স্কুলে পাশাপাশি বেঞ্চিতে বসে
অংক স্যারের ক্লাসে আমার খাতায়
তোর আঁকা দুর্দান্ত সব স্কেচ গুলি
আজও এতোটাই জীবন্ত যে
মাঝে মাঝে ভুলতে বসি
ক্যালেন্ডারে সময়ের হিসাব।

হাই স্কুলে পা দিয়েই লুকিয়ে
আমাদের প্রথম সিগারেটে টান,
মাঠে বসে তোর গীটারের টুং টাং।
টিফিন টাইমে চুটিয়ে ফুটবল খেলে
ক্লাস ফাঁকি দিয়ে বড় পুকুরে ডুব সাঁতার,
শুক্রবারে মাটির ব্যাংক ভেঙে প্রিয় নায়কের
সদ্য মুক্তি প্রাপ্ত ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা।

আহা! সময়টা কেমন যাদুকরের হাত সাফাইয়ে
উধাও হয়ে গেল নিমিষেই চোখের সামনে থেকে
আমি বা তুই কেউই ঠিক ঠাহর করতে পারলাম না।
আজ মোটা চশমার লেন্সে দেখি ঝাপসা আমার দৃষ্টি!
আয়নায় দেখি চুলে পাক খাওয়া আমার প্রতিবিম্বটা
পরিহাস করে বলে বড্ড বুড়িয়ে গেছো তুমি-তোমরা।

পরিণতিটুকু মেনে নিয়ে তবুও আমার অবুঝ মনটা
খুঁজে বেড়ায় তোর প্রিয় মুখ, তোর সেই আঁকা স্কেচ-
কিন্তু পাই না রে! শুধু তোর স্মৃতিটুকু ছায়া করে আমি
জীবনের ঢালু পথে আবার ধূলি মেখে গড়াতে শুরু করি ।

(কবিতাটি অপর একটি ব্লগে পূর্ব প্রকাশিত)

আমাদের প্রিয় বন্ধু নাজের এর মৃতু বার্ষিকী চলে গেল ১২ সেপ্টেম্বর।

ওর জন্য এই কবিতাটি উৎসর্গ করলাম।

যেখানেই থাকিস বন্ধু অনেক ভাল থাকিস।
ওর মেয়েটা দিন দিন বড় হয়ে উঠছে। মাশাআল্লাহ।
মালিহা’র চেহারায় অবিকল নাজের এর সেই ছায়া।
তাকালেই ভেতরটা মোচড় খেয়ে ওঠে।

আমার সাথে দেখা হয় না ওদের অনেক দিন হলো। দোওয়া করি মনে প্রাণে – আল্লাহ যেন সবাইকে ভাল রাখুন।

(আমিন)

২১ টি মন্তব্য : “১২ সেপ্টেম্বরে মনে পড়ে বন্ধু তোকে…”

  1. আদনান (১৯৯৪-২০০০)

    আমরাই বেঁচে থাকি,
    প্রিয় মুখ গুলো প্রিয় স্মৃতির মত আস্তে আস্তে হারিয়ে যায় ।
    আমিও অপেক্ষায় আছি,
    হারিয়ে যাব ।

    নাজের ভাই কে আল্লাহ বেহেশত্ নসীব করুক।
    ওবায়দুল্লাহ ভাই কেমন আছেন?

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    নাজের ভাইয়ের মুখটা মনে পড়ে গেল।
    ...........................

    আল্লাহ নাজের ভাই কে বেহেশ্ত নসীব করুন।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : সেলিনা

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।