আরো দু’টি পরমানু।।


তবুও জীবন
চারপাশে ইটের গাঁথুনী
এক চিলতে রোদ্দুরে
তবুও সবুজের বেড়ে ওঠা।
আলো বাতাসের সাথে বায়না শেষে
একদিন ছুঁয়ে যাবে নীল আকাশ।
তবুও জীবন


চোরা কাটা

খুব অনাদরে বেড়ে ওঠে ওরা।
প্রাণের স্পর্শ পেতেই তাই
ছুঁয়ে যায় – গেঁথে যায়
বন্ধনে এগিয়ে যায়
পথিকের পায়ে পায়…
চোরাকাটা

১,৪৮৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “আরো দু’টি পরমানু।।”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ছোট বেলায় একাধিক মাঠ পেরিয়ে স্কুলে যেতাম আর আসতাম। বাসায় গিয়ে মোজা খুলে চোরা কাঁটা এক এক করে ছাড়াতে জান বের হয়ে যেত...তবে ছুটির আগের দিন ইচ্ছে করেই কাঁটার মধ্যে হাঁটতাম। ভাবখানা এমন 'নে, পারলে কিছু কর...।'

    অনেক দিন পর ওবায়দুল্লাহ ভাই... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।