দুটি অনু পরমানু


মেঘলা আকাশে গুড় গুড় গর্জন
টিনের চালে অবিরাম বৃষ্টির শব্দ
দূর পাহাড় ঘেষে লেকে একা নৌকা
দরজার ও-পাশে একটি কুকুর
অমনোযোগে পেয়ালার চা হিম।


দিনের সময়ের সাথে বদলে যায়
আমার জানালা।
ভোরে মেঘে ঢাকা পাহাড়;
কেবল ছেড়েছে ঘুম ভেঙে আড়মোড়া ।
দুপুর রোদে সবুজ পাহাড়;
কাপ্তাই হ্রদের জলে নীলাভ সখ্যতা।
গোধুলী সন্ধ্যায় রাঙা পাহাড়;
লালিমা মেখে নিয়ে অপার মাদকতা ।
রাতে কালো পাহাড়ের ছায়া;
অবিরাম ঝিঝি’র ডাকে আলোর প্রতীক্ষা।

উওরাধিকার, কাপ্তাই, ৭ জুন’১৩

৮২০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “দুটি অনু পরমানু”

মওন্তব্য করুন : সামি(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।