টস্‌ বৃত্তান্ত !!

টস বৃত্তান্ত


হেডঃ

দেয়ালে পিঠ ঠেকে গেলে…
বটবৃক্ষের ছায়ায় পা ছড়িয়ে বসে থাকি।
নিজের মনন কে ছুটি দিয়ে
একেবারে নির্বিকার অপেক্ষমান আমি।

তারপর চলে সময়ের সাথে
ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ !!
:thumbdown:

টেইলঃ

দেয়ালে পিঠ ঠেকে গেলে…
মুঠো ফোনে যোগাযোগ করেছি চকিতে
পোড়া হৃদয়ের ব্যস্ত সাঁজোয়া ব্রিগেডে।
ওরা এখনি তুমুল সাইরেন বাজিয়ে
গাড়িবহর পাঠাবে বলে জানিয়েছে।
সেই গাড়িবহর তাজা বারুদে ঠাসা !

এই মাটির কসম খেয়ে বলছি-
ওরা এসে গেলেই; বুকে বারুদ নিয়ে
আমিও যোগ দেব মিছিলে।
ধোওয়া চোখে মেখে ঝাঁপ দেব আগুনে…
তারপর শুরু করবো সব কিছু আবার শুরু থেকে !!
:thumbup:

ছবির উৎসঃ গুগল ইমেজ

৮৩১ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “টস্‌ বৃত্তান্ত !!”

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।