২৫’

বহতা সময়ের স্রোতে
অবিরত জোয়ার ভাটা
একটি সমাধির পাশে
আমি আবার দাঁড়িয়ে ~
খয়েরী ফ্রেমে সবুজ ঘাস
ছুঁয়েছি এই কম্পমান হাতে।

একে একে ভেসে ওঠে –
তোমার রক্তাত্ব মুখ
ভাবলেশহীন ভাবী
ক্রন্দনরত শিশুর ছবি
উন্মাদপ্রায় চাচা-চাচী।
চকিতেই সরিয়ে নিই হাত।

হৃদয়ে অপূরনীয় ক্ষত নিয়ে
চোখ তুলে দেখি
আকাশপানে~

হাজারো প্রশ্নের ভীড়ে
আজো পাইনি খুঁজে
তোমাকে হারাবার
একটি সঙ্গত কারন।
নতজানু আমি -বিব্রত আমি
করিনি ক্ষমা আজো নিজেকে !

১,০৭৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “২৫’”

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।