শুধুই প্রেম নয়… চাই দেশপ্রেম !

প্রেম’-শব্দটাই ম্যাজিকের মত। আর এর আগে যখন ‘দেশ’ শব্দটি জুড়ে দেয়া হয় তখন যে নতুন শব্দের উৎপত্তি হয় -‘দেশপ্রেম’; তা ব্যাপক বিশালতা বক্ষে ধারন করে।

কালে কালে দেশে দেশে সময়ের প্রয়োজনে পৃথিবীর বুকে কাটাকাটি করে এঁকে নেয়া হয়েছে ছিন্ন ভিন্ন ভৌগলিক সীমানা। জাতি-গোত্র-ধর্ম নির্বিশেষে মানুষ সেই কাল্পনিক রেখা পুঁজি করে চালিয়ে যায় ঠুনকো সভ্যতা।

……আহ! কোথায় তলিয়ে যাচ্ছি। ইদানীং কথা বলতে শুরু করলে খেই রাখতে পারি না। উপরে বড় ফন্টে লিখে রেখেছি শিরোনাম টা- শুধুই প্রেম নয়… চাই দেশপ্রেম ! যে কথাটা বলতে চাই সেটা যাতে পথ ভুল করে অন্য দিকে হাঁটা না দেয় !

আচ্ছা। যা বলছিলাম। স্থান-কাল-পাত্র ভেদে আমাদের ইতিহাস নতুন করে লেখা হলেও একথা নির্দ্বিধায় বলা যায় যে আমাদের মূল ইতিহাস অনেক গৌরবাজ্জ্বল। ভাষা আন্দোলনের ভালবাসার গভীরতায় ‘একুশে ফেব্রুয়ারী’ – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। সেসময়কার রাজাকার-আলবদর’দের অংশটুকু বাদ দিলে রক্তে রাঙানো সবুজ ক্ষেতের বুকে টকটকে লাল সূর্যোদয় এক অমর বিজয়গাঁথা।

আহ! আবার ইতিহাস নিয়ে কথা শুরু করে দিলাম। আমি ইতিহাসের ছাত্র নই । আমি অর্থনীতি বা রাজনীতি’রও ছাত্র নই। আমি বেচারা একজন ডিগ্রী সর্বস্ব নিম্নমানের ছাত্র। বিজ্ঞানের ছাত্র হয়েও বিশেষ কোন জ্ঞান লব্ধ করে আমার বাবা-মা কিংবা শিক্ষকদের সম্মানীত করতে পারিনি কখনো।
ঠেলেঠুলে অপরিহার্য পরীক্ষা গুলো উৎরিয়ে বহুত ধ্যান দরবার করে একটা নিম্ন গড় আয়ের চাকরী যোগার করে বেঁচে থাকার সুখ নিরানন্দ মনে মেনে নিয়ে ক্যালেন্ডারের পাতা কেটে চলেছি…।

আমার মেধা শূণ্যের কোঠায় বলেই হয়তো আমি কিছু কিছু ব্যাপারের ঠিক হিসাব মেলাতে পারি না ! স্বাধীনতার পর এতদিন চলে গেলেও আমরা এখনও পড়ে আছি প্রাক-স্বাধীনতাকালীন অচলায়তনের বেড়াজালে। বলতে খুব লজ্জা লাগে আসলে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের দেশটাতে আমার মত অসুন্দর মনের ইতরশ্রেনীর লোক আছে বলেই হয়তো দেশটা প্রগতির পথে এগোতে পারে নি।

আমি শালা এমন ছোট লোক-স্বার্থপর যে আমার নিজের সুবিধার জন্য আমি জায়গায়-জায়গায় অফিসে-অফিসে পথে-ঘাটে টু-পাইস দিয়ে দিয়ে কার্য হাসিল করে নিজের স্বার্থ রক্ষা করে চলেছি।

এই যাহ ! কারেন্টটা চলে গেল। হাতঘড়িতে সময়’টা মিলিয়ে নিলাম। হুম্‌ম একদম ঠিক সময়। বাস ট্রেন প্লেন -সব জায়গায় লেট দেখতে দেখতে আমরা সময় জ্ঞানহীন উপাধি পেতে বসেছিলাম। আমাদের সময় জ্ঞান নিয়ে অন্যরা এখন আর অন্যরা বিশদ বক্তৃতা দিতে পারবে না। লোডশেডিং এ লেট… নাহ ! লাগলে কিছুক্ষন আগে থেকেই শুরু করে আমাদের পুরাতন দুর্নাম টা অচিরেই ঘুচাতে পারব বলে বিশেষজ্ঞ পরিষদ অভিজ্ঞ মত পোষন করেছেন।

আহ!
সেকেন্ডহ্যান্ড (?) ল্যাপটপ এর ক্ষয়ে যাওয়া ব্যাটারী জানান দিল যে – ‘সে আর সইতে পারছে না। মুক্তি চায়। ‘
অগত্যা আমাকেও সুনিপুন লোডশেডিং এর গৌরব নিয়ে কিছুক্ষণ বাদে বিদায় নিতে হবে।

তবে, যাবার আগে আমার বর্তমান ভাবনা নিয়ে আর কিছু কথা বলবার প্রয়াস নিতে চাই……

ভাবনা‘ -এই শব্দটির ক্ষমতা অপরিসীম। কেননা, বেঁচে থাকার সংগ্রামে আমাদের জীবন প্রতিনিয়ত ছকে বাঁধা অভ্যাসে ঘুরপাক খায়। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে -আমরা কাজের ফাঁকে আমাদের সুন্দর ভাবনা গুলোকে মনে মনে কল্পনা করতে পারি। রাঙিয়ে তুলতে পারি আমাদের অবসরের মূহূর্তটুকু কে। আমরা সব সময় ভাল কিছু আশা করতে পারি।

বিজ্ঞ পাঠক, আমরা হচ্ছি সেই মানুষ; যারা অন্ধকার গ্লানিকে পিছে ফেলে এগিয়ে যেতে পারি। আমরা অবিরত স্বপ্ন দেখতে পারি এবং স্বপ্ন দেখাতেও পারি। আমরা সত্যিকারের সৈনিক হতে চাই। স্বার্থান্বেষী মহলের ইশারা মুক্ত নির্ভেজাল দেশপ্রেমিক গড়তে চাই। মা’র শান্তি প্রিয় শান্ত ছেলেরা যেমন সময় হলে অস্ত্র হাতে ধরতে জানে- সেই রকম সংগ্রামী। একান্ত অবসরে তারা মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে লিখতে পারে শান্তির কবিতা…।

সব সময় যেমন ঝকঝকে আকাশ থাকলে – সেটাও এক ঘেয়ে হয়ে যেত হয়তো; তাই এই প্রকৃতিতে মেঘ আর রোদের রাজত্ব চলে পালা করে। কর্ম ব্যস্ততার ফাঁকে ফাঁকে তাই- আমরা খুঁজে নিতে চাই সুখময় আনন্দধারা। জীবনের ছোট বড় দীর্ঘশ্বাস ভুলে যেয়ে ভাবতে চাই – নতুন দিগন্তে আঁকতে চাই নির্ভেজাল সুখছবি।

সুদীর্ঘ তিন যুগ টানা পথ চলার পরও আমরা আছি সেই শুরুতেই। হয়তো পেছনে গেছি আরো। আজ আমরা সবাই প্রতীক্ষায় আছি -আগামী দিন গুলো যেন আরো সুন্দর হয়। আমাদের ভাবতে হবে – আজকের এই সময়টুকুর বিনিময়ে যেন ভবিষ্যত টুকু কে নানা রঙে রাঙিয়ে তুলতে পারি।

প্রিয় পাঠক, টিক টিক করে সময় বয়ে গেছে তার আপন গতিতে। আর তাই, আমদের জীবন ও এসে যাবে এর শেষ প্রান্তে। আমদের প্রচেষ্ঠা কতটুকু সফল হলো তা বিচার করবে আগামী প্রজন্ম। স্বাক্ষ্য দিবে ইতিহাস।

তাই আসুন, আমরা এখানে আমাদের আন্তরিকতায় কোন কমতি না রাখি। এই দেশটিকে সোনার বাংলা করে গড়ে তুলতে সবাই প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে চাই-‘আত্ম প্রেম’ অনেক হলো – এবার ‘দেশ প্রেম’ চাই। যে প্রেমে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের; সেই মরচে পড়া প্রেমে আবার শিরিষ কাগজে ঘষে তাজা করে তুলি আমাদের প্রেম।

আগামী দিন গুলোর পথ চলায় স্ব স্ব ক্ষেত্রে আন্তরিক কর্ম স্পৃহা জাগানোর প্রয়াসে প্রত্যেকের জন্য আমার একান্ত শুভ কামনা।
দিন চলে যেয়ে রাত এসে জীবন গড়ায়।
আমাদের ভাবনার সময় ফুরিয়ে যায়; হায়…
তাই তার আগেই আসুন -“নব প্রেমে জাগি”।।

(লেখাটি অপর একট ব্লগে পূর্ব প্রকাশিত। আমার শান্তিরক্ষীদের স্মরণে লেখাটিতে অনেকেই এত সুন্দর করে মন্তব্য করেছে যে জোশ এ এসে এই লেখাটিও এখানে শেয়ার করতে ইচ্ছে হলো। :-B )

৩৮ টি মন্তব্য : “শুধুই প্রেম নয়… চাই দেশপ্রেম !”

  1. আমি শালা এমন ছোট লোক-স্বার্থপর যে আমার নিজের সুবিধার জন্য আমি জায়গায়-জায়গায় অফিসে-অফিসে পথে-ঘাটে টু-পাইস দিয়ে দিয়ে কার্য হাসিল করে নিজের স্বার্থ রক্ষা করে চলেছি।

    আমার জন্যে একেবারে পারফেক্ট কথা। মাঝে মাঝে নিজের উপর ঘৃনা ধরে যায়।

    লেখার জন্যে স্যালুট। :salute:

    জবাব দিন
    • ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

      :salute: (উত্তর দিলাম) 😉

      অনেক ধন্যবাদ কামরুল ভাইয়া।
      আমাদের অনেকের জন্যই হয়তো এইটা পারফেক্ট কথা।
      আসলে সিস্টেমটাই হয়তো আমাদের চক্রে ধরে রেখেছে।
      যাই হোক, নিজেদের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত হলে কিন্তু উত্তরণের পথ উন্মুক্ত হয়।
      সেই কামনাতেই...
      :thumbup:


      সৈয়দ সাফী

      জবাব দিন
  2. আলম (৯৭--০৩)
    একান্ত অবসরে তারা মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে লিখতে পারে শান্তির কবিতা…।
    সেই মরচে পড়া প্রেমে আবার শিরিষ কাগজে ঘষে তাজা করে তুলি আমাদের প্রেম।

    আরো লিখুন ভাই, আরো শেয়ার করুন।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    সুদীর্ঘ তিন যুগ টানা পথ চলার পরও আমরা আছি সেই শুরুতেই। হয়তো পেছনে গেছি আরো। আজ আমরা সবাই প্রতীক্ষায় আছি -আগামী দিন গুলো যেন আরো সুন্দর হয়। আমাদের ভাবতে হবে - আজকের এই সময়টুকুর বিনিময়ে যেন ভবিষ্যত টুকু কে নানা রঙে রাঙিয়ে তুলতে পারি।

    :boss: :boss: :thumbup: :thumbup:
    খুব সুন্দর প্রকাশ ভাবনাগুলোর ওবায়দুল্লাহ ভাই, প্রেরণা এমনিই চলে আসে। আপনাকে :salute:
    বস্, আরো লিখুন সিসিবিতে, আফটারঅল 'উত্তরাধিকার' সূত্রেতো সিসিবিরই পাওয়ার কথা 😉 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ভাইয়া,
    অত্যন্ত ভাবনা-জাগানিয়া পোস্ট... :salute:
    আরো লিখতে থাকুন সিসিবি তে...আর সবার আগে সিসিবি তে...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)
    মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে -আমরা কাজের ফাঁকে আমাদের সুন্দর ভাবনা গুলোকে মনে মনে কল্পনা করতে পারি। রাঙিয়ে তুলতে পারি আমাদের অবসরের মূহূর্তটুকু কে। আমরা সব সময় ভাল কিছু আশা করতে পারি।
    সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে চাই-‘আত্ম প্রেম’ অনেক হলো - এবার ‘দেশ প্রেম’ চাই। যে প্রেমে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের; সেই মরচে পড়া প্রেমে আবার শিরিষ কাগজে ঘষে তাজা করে তুলি আমাদের প্রেম।

    :thumbup: :thumbup:

    আসুন -“নব প্রেমে জাগি”।।

    :boss: :boss: :boss:

    জবাব দিন
  6. তানভীর (৯৪-০০)

    ভাইয়া, দারুন লিখেছেন। আপনাকে :salute: দিতেই হয়।

    তাই আসুন, আমরা এখানে আমাদের আন্তরিকতায় কোন কমতি না রাখি। এই দেশটিকে সোনার বাংলা করে গড়ে তুলতে সবাই প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

    :thumbup: :thumbup:

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।