চিরহরিৎ শান্তিরক্ষীরা ! (উৎসর্গ – সকল প্রয়াত শান্তিরক্ষীদের স্মরণে…)

চিরহরিৎ শান্তিরক্ষীরা !
ওরাই তো চির হরিৎ শান্তিরক্ষী;
নীল হেলমেট পড়ে শপথ নিয়েছে বিশ্ব শান্তি রক্ষায়।
তারা প্রতিজ্ঞা নিয়েছে-
শান্তি কায়েম, শান্তি রক্ষা আর শান্তি জোরদার করার।
এ যেন মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে অনবদ্য এক পদ্য লেখা;
যে পদ্যে প্রতিষ্ঠা পাবে বিশ্বশান্তি, বন্ধুত্ব আর উন্নতি।

অদ্ভুত কোন এক যাদু মন্ত্রের বলে-
হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এখানে আজ সকলেই –

বাবা মা’র একমাত্র সন্তান
সদ্য বিয়ে হওয়া লাজুক বধূর বর
চঞ্চল প্রাণ শিশুদের পিতা
কারো প্রেমিক
কারো ভাই
কারো বন্ধু
কারো কারো অনেক কাছের মানুষ
এভাবে আরো কত শত শত…

আজ এখানে তারা সবাই দাঁড়িয়েছে এক সারিতে,
বিপদসংকুল বন্ধুর পথে পথে তারা উড়িয়েছে মানবতার পতাকা।
তাদের দৃঢ় বিশ্বাস-
‘স্বপ্নের শুরু এখানেই
বিশ্ব আজ গাঁথা এক সুতোয়’।

তারাই আমাদের চিরহরিৎ শান্তিরক্ষী।
তারা এসেছে অসহায়দের নিরাপদে রাখতে
তারা এসেছে এখানে দুস্থদের সেবা করতে
তারা এসেছে বিধ্বংসী বোমা নিষ্ক্রিয় করতে
তারা এসেছে এখানে রাস্তা-ঘাট নির্মাণ করতে
তারা এসেছে বিশ্ব-বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে
তারা এসেছে এখানে মানবতাকে রক্ষা করতে
তারা এসেছে নিপীড়িতদের মুখে হাসি ফোটাতে
তারা এসেছে নিকষ কালো অন্ধকার ঠেলে সরাতে
তারা এসেছে এখানে আলোকিত এক সূর্যোদয় ঘটাতে।

তারাই তো আমাদের গৌরব – নীল হেলমেট এর সৈনিক।
জীবন বাজি রেখে অঙ্গীকার নিয়েছে তারা-
বিন্দুকে কেন্দ্র করে বিশ্ববৃত্ত রচনা করার,
আগামী প্রজন্মের কাছে একটি উজ্জ্বল ভবিষ্যত উপহার দেবার।

এই অকুতোভয় যোদ্ধাদের নিরলস পথ চলায়~
অনেক সবুজ প্রাণ চির শীতল হয়ে ঝরে যায়।
তাদের নাম তবু সোনার হরফে লেখা হয়ে থাকে।
আমাদের হৃদয়ের খুব গভীর থেকে তাই
শ্রদ্ধা জানাই -সেই সব বীর শহীদদের,
আর সহানুভূতি জানাই তাদের প্রিয়জনদের।
অঞ্জলী দিতে চাই আজ-
আমাদের যা আছে,
আর আমাদের যা নাই ।।

:salute:

৪৪ টি মন্তব্য : “চিরহরিৎ শান্তিরক্ষীরা ! (উৎসর্গ – সকল প্রয়াত শান্তিরক্ষীদের স্মরণে…)”

  1. রহমান (৯২-৯৮)

    ওবায়দুল্লাহ ভাই,

    অসাধারণ লিখেছেন। নিঃসন্দেহে আপনার এই লেখা আমার মতো আরো অনেককেই প্রেরণা আর উৎসাহ দিতে বিরাট ভুমিকা রাখবে।

    শান্তিরক্ষীদের উদ্দেশ্যে আপনার শ্রদ্ধা, ভালবাসা এবং অনুভুতি মিশ্রিত এমন একটি মর্মস্পর্শী লেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকেও জানাই :salute:

    জবাব দিন
  2. এই বেলা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি।ইয়াহু চ্যাটরুমে বিভিন্ন দেশিদের সাথে একসময় চুটিয়ে আড্ডা দিতাম।বাংলাদেশ প্রসংগ এলেই দুর্নীতি,সাইক্লোন অবধারিত ভাবেই এসে পড়ত(তখনো ডঃ ইউনুস নোবেল পাননি)।অক্ষম আক্রোশে ফেটে পড়ে মাঝে মাঝে চ্যাটিং থেকেই বিদায় নিতাম।এরকম এক সময়ে পরিচয় হল মুরতালা মোহাম্মদ নামে এক সিয়েরা লিওনিয়ান ছেলের সাথে।আমি বাংলাদেশি শুনেই ও বলে উঠল-"দি পুয়োর,সাইক্লোন রিডেন কান্ট্রি ইউ আর টকিং এবাউট হ্যাজ সেন্ট হার ট্রুপ্স হু আর সেভিং মোর লাইভস ইন মাই কান্ট্রি দ্যান ইউ জোকারস ক্যান এভার ইমাজিন।"

    বিশ্বাস করুন,চোখের পানি সামলাতে পারিনাই ওইদিন।ধান্মন্ডি থেকে বনানী যেতে ট্রাফিক জ্যামে আটকা পড়ে প্রতি নিয়ত "গ্র্যাজুয়েশন শেষেই এই দেশ ছেড়ে চলে যাব" বলে প্রতিজ্ঞা করলেও সেই দিন আবার বুঝতে পারলাম,ক্ষুধা-দারিদ্র আর বন্যা-পীড়িত এই দেশটাই আসলে আমার স্বর্গ।আমার দেশের যেই ভাইদের শ্রম আর জীবনের বিনিময়ে সেইদিন আমার বুক গর্বে দশ হাত হয়ে গিয়েছিল,এই ব্লগে উপস্থিত এবং ব্লগের বাইরে কর্তব্যরত তাঁদের সবাইকে আমার ক্ষুদ্র-সামর্থ ভালবাসা আর শ্রদ্ধা জানাই।

    ওবায়দুল্লাহ ভাই,অনেক অনেক ধন্যবাদ।

    জবাব দিন
  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    এ যেন মাটির বুকে বেয়োনেট খুঁচিয়ে অনবদ্য এক পদ্য লেখা;

    আপনার প্রতিটা কবিতাই আমাকে অনেক্ষণ থম মেরে বসে থেকে চিন্তা করতে বাধ্য করে।

    নীল হেলমেটদের একজন হতে পেরে গর্ব বোধ করছি।
    শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের যারা চলে গেছে।

    অসাধারণ :salute: :salute: ।


    Life is Mad.

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)

    বস, লেখা ভাল লাগছে খুব। শুধু ডলার নয়, নিজ দেশের জন্য সুনাম আর অন্য্য্যদেশের জন্য শান্তিরক্ষা ... আমাদের মূল লক্ষ্য নিয়ে আপনার বক্তব্য অসাধারণ ... গর্বিত হবার মত লেখা।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  5. সাইফ (৯৪-০০)

    এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
    নবজাতকের কাছে এ আমার দৃ ঢ় অঙ্গিকার.....।..।.।।.।।.।।.।..।..।।...।
    শান্তি রক্ষিদের এই অঙ্গিকার একদিন তাদের সবাইকে করে তুল বে.....।..।.।..।।......।ইতিহাস.....।...।।একেকজন শান্তিরক্ষি যেন একেক্টা অরুণোদয়ের অগ্নিসাক্ষি.....................হয়ে বেচে থাকবে পৃথিবির মাঝে..।.।।...আমাদের হৃদয়ের গহিণে....।।...।। :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :
    :gulli2: :salute: :gulli2:
    বস অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর লেখার জন্য,শুধুই প্রেম নয়,চাই দেশপ্রেম লেখাটাও আমি পড়েছি..।.।।.।।...অসাধারণ......। :salute:

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।