ব্যাপক তামাশা !

প্রকৃতির বর্ণিল আয়োজনে
রাতের আঁধারে চক্রাকারে
রঙীন বাতির অসহিষ্ণুতা,
আমাদের সলজ্জ অপেক্ষা!

যাদুকর তখনও আসে নি; আর
বাবা ছেলেকে দিচ্ছেন শান্তনা।
মা মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন
ঘড়ির কাটায় এ সময়ের ক্ষয়।

বড় ভাই ছোট’কে ফিসফিসিয়ে
শুনিয়ে যায় যাদুবিদ্যায় কারবার-
রুমাল পায়রা হয়ে ডানা ঝাপ্টায় তো
লাল কাগজ নীল হয়ে যায় তার হাতে …

যুবকেরা তাদের প্রেয়সীদের হাতে হাত রেখে
আশ্বাস দেয় আগামীর দিনের স্বপ্নীল সূর্যোদয়ের।
এভাবেই চলে এই শহরের জীবন যাপন।
পালা বদলে ভিন্ন ভিন্ন যাদুকর আসেন;
দর্শকের যাদু দেখার আকুলতা ফুরায় না।
এই তফাতে পৃথিবী ঘুরতে থাকে কক্ষপথে
জমাট বরফ গলা নদী মিশতে থাকে সাগরে।
দর্শকের আশা বা প্রতীক্ষা কোনটাই ফুরায় না।

তারপর একদিন, হলরুমে আলো নিভে যায়
নিয়ন সাইনে বিজ্ঞাপনের ঝলকের সাথে
মঞ্চ হাঁকিয়ে ঝকমারী শেরওয়ানী পড়ে
স্বনামধন্য যাদুকর অবশেষে এলেন মঞ্চে।

কিন্তু, ঘটনা কী ! এ কিরূপ তামাশা ?
ওস্তাদ যে এসেছেন সম্পূর্ণ খালি হাতে!
এমন কি তিনি কোন যাদুও দেখাচ্ছেন না।
তিনি এক পেপস জেল মার্কা হাসি ঝুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে
ফাঁকা বুলির ফুলঝুরি সাজিয়ে কেবলই কালক্ষেপনে ব্যস্ত।

উৎকন্ঠিত প্রানগুলি তখন খুব উদ্ভ্রান্ত।
এরপর পরই পর্দায় ভেসে উঠলো- ‘করতালি’।
আগত দর্শক তখন বড্ড আবেগী হয়ে ওঠে।
কোথাও যাওয়ার জায়গা নেই তাদের আজ।
নিয়তি মেনে নিয়ে তারা করতালি দিতে ব্যস্ত।
অহেতুক উচ্ছ্বাসে মেতে থাকে গোটা হলরুম !!

১,৩৪৪ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “ব্যাপক তামাশা !”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    উৎকন্ঠিত প্রানগুলি তখন খুব উদ্ভ্রান্ত।
    এরপর পরই পর্দায় ভেসে উঠলো- ‘করতালি’।
    আগত দর্শক তখন বড্ড আবেগী হয়ে ওঠে।
    কোথাও যাওয়ার জায়গা নেই তাদের আজ।
    নিয়তি মেনে নিয়ে তারা করতালি দিতে ব্যস্ত।
    অহেতুক উচ্ছ্বাসে মেতে থাকে গোটা হলরুম !!

    darun laglo boss ....... :clap: :clap: :clap: :boss: :boss: :boss:

    জবাব দিন
  2. তিনি এক পেপস জেল মার্কা হাসি ঝুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে
    ফাঁকা বুলির ফুলঝুরি সাজিয়ে কেবলই কালক্ষেপনে ব্যস্ত।

    যাদুকর মানে কি রাজনৈতিক নেতা দের কথা বোঝানো হয়েছে?

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।