কৃষকের কৃতি কথা !


কৃষকের অপার প্রচেষ্ঠায়
ছোট ছোট বীজ থেকে
সবুজের বুকে রচিত হয়
একেকটি জীবন্ত সভ্যতা!


এভাবেই দিন যায়
ক্ষণ যায়, কাটে রাত !
এক প্রান্তে অভিজাত ঝলমলে শপিং মল
অন্য প্রান্তে অন্ধকারে জোনাকীর চলাচল।


কৃষকের নাড়িতে হাহাকার
বুনেনা আগামীর খোয়াব
মাটির সৈনিক মাটি ভালবাসে।
ফসলের ঢেউ এ খুঁজে নেয় সে
বেঁচে থাকার তাগিদ।


শুরুতেই থেকে যায় টানাপোড়েন
পালা চক্রে আসে নতুন নতুন হাত।
ছায়ায় মায়ায় অনেকেই ম্যালা লাভবান
সিন্ডিকেটের ছোবলে চলে মহা বানিজ্য।


দীর্ঘশ্বাস লুকিয়ে কামনা করি
আগামীতে কোন একদিন ~
যেন এমনটিই হয়…
অভাবী কৃষকের ইশারায় ঝরবে বারিধারা।
তার আঙিনা জুড়ে রবে জোনাক আর জোছনা।

১,৭৮৫ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “কৃষকের কৃতি কথা !”

  1. টিটো রহমান (৯৪-০০)
    আগামীতে কোন একদিন ~
    যেন এমনটিই হয়…
    অভাবী কৃষকের ইশারায় ঝরবে বারিধারা।
    তার আঙিনা জুড়ে রবে জোনাক আর জোছনা

    অসাধারণ :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।