সমঝোতা !

পেরিয়ে আসা সেই দিনগুলো,
ফেলে আসা আমার কৈশোর
বড্ড প্রহসন করে আমায়।
টিপ্পনি কেটে বলে আজ
তোমার শুধু কাজ আর কাজ।

ফাইল গুলো খোলা রেখেই; তাই
কফির মগে এক চুমুক দিয়ে
টেবিল ছেড়ে উঠে যাই।
মুঠোফোনটি বোবা করে
আমি বারান্দায় এসে দাঁড়াই।

আকাশে তখন মেঘেদের চলাচল।
ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা;
দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি।
কি জানি আজ শুধু বারেবারে
ফিরে যাই হারানো শৈশবে।

আহ !
ক্ষণিকের জীবনে চলে স্বার্থান্বেষী প্রচেষ্ঠা।
সমাজবদ্ধ জীব হয়ে এই যে ধেয়ে চলা-
আদতেই খুব খেলো হয়ে ঠেকে।
ভালবাসার মায়াজালে নিয়ত দেখি-
শত বোঝার সাথে বিরামহীন সমঝোতা!

১,২৭৯ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “সমঝোতা !”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    এই কবিতাটি ব্লগের প্রিন্সিপাল লাবলু ভাই এর লেখা ব্লগটিতে তাদের ৩৫ বছরের বন্ধুত্বের প্রতি সালাম জানিয়ে নিজের প্রতি নিজের সমঝোতা প্রকাশ করবার জন্য এখানে জুড়ে দিলাম।

    সবাই ভাল থাকুন।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)
    পেরিয়ে আসা সেই দিনগুলো,
    ফেলে আসা আমার কৈশোর
    বড্ড প্রহসন করে আমায়।
    টিপ্পনি কেটে বলে আজ
    তোমার শুধু কাজ আর কাজ।

    একদম সত্যি কথা ভাইয়া। আবার ফিরে যেতে ইচ্ছে করে কৈশোরে... 🙁

    কবিতাটা ভালো লাগল ভাইয়া। :thumbup:

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    চাইলেও আর ফেরা যায় না! তবে টাইম মেশিনে শৈশবে ঘুরে আসা যায়। আর বন্ধুরা হলো সেই টাইম মেশিন............... :grr: :grr: :grr:

    একটা সময় ছিল ওবায়দুল্লাহ, যখন শুধু দৌঁড়িয়েছি ক্যারিয়ারের পেছনে। কোনো ছুটি নাই, খালি কাজ আর কাজ। এখন তাই সময় পেলেই টাইম মেশিনে অতীতে যাওয়ার সুযোগটা নিয়ে নিই....... 😀 😀 😀

    কবিতাটা দারুণ হয়েছে। ধন্যবাদ। :hatsoff:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

      যথার্থ বলেছেন লাবলু ভাই।

      টাইম মেশিন গুলোদের এক করাটাই কঠিন কাজ।
      সবাই পারে না।
      কেউ কেউ পারে।
      জীবনের সাথে পাল্লা দিয়ে নিজের জন্য কিছু করার অভিপ্রায়ে কেউ কেউ চির জয়ী হয়ে থাকে।
      দোওয়া করি আপনি যেন এভাবেই পথ চলুন।
      আর আমাদের পথ দেখান।

      পুনশ্চঃ শীতকালীন আয়োজনটা মনে ও মাথায় গেঁথে নিলাম কিন্তু ভাইয়া 😀


      সৈয়দ সাফী

      জবাব দিন
  4. দিহান আহসান

    ভাইয়া, খুব সুন্দর হয়েছে কবিতাটা।

    আকাশে তখন মেঘেদের চলাচল।
    ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল সহসা;
    দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝি।
    কি জানি আজ শুধু বারেবারে
    ফিরে যাই হারানো শৈশবে।

    :boss: :boss:

    জবাব দিন
    • ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

      নুপুর দা,

      এক টানে লিখেছি - ভাবটুকু গরম গরম ছিল।

      আর আমার মাপের যে কথা লিখেছেন - সে আপনার প্রশ্রয়।
      আপনি আমার লেখা পড়ছেন।
      আমার তাতেই আনন্দ।

      নিজের লেখায় পরে কাটাকুটি করতে মাঝে মাঝে একধরনের কুন্ঠা বোধ হয়। ভাবনাটুকুর স্বকীয়তা আর মমতা দুটোতেই সার্জারি করা থেকে নিজেকে তাই সরিয়ে রাখি। এও জানি - ঘষাঘষিতে চকচক করে ওঠে পিতল।
      🙂
      যাহোক, আজ এ পর্যন্তই দাদা।
      শুভেচ্ছা নিন।


      সৈয়দ সাফী

      জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।