উদ্বায়ী!

শৃংখলে দায়বদ্ধ সামাজিক বন্ধন-
মোহ-মায়ায় পরাগরেণু বিস্ফোরন
বিবর্তনের আদিতে ছিল নবজন্ম !

চক্রাকারে সাগরের পানি বাষ্প-
আর ঐ বাষ্প ফের জমাটাকার;
অতঃপর বৃষ্টির ফোটায় ফোটায়!

ল্যান্ডস্কেপএ সোনালী শস্যের ঢেউ,
বেকাবু যৌবনে টলমলে উত্তাল নদী;
জাগতিক টানাপোড়েনে ছিন্ন সংসার!

মহাশূণ্যে আসীন হওয়ার লক্ষ্যে
উচ্চতায় আতংকিত মানবপ্রাণও-
কর্পূরএর মতো উবে যায় চকিতেই !
😐

১৬ টি মন্তব্য : “উদ্বায়ী!”

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।