রাত্রিযাপন !

ডীম লাইটের আবছা আলোয়
একেকটি দীর্ঘরাত্রি শুরু হয়।
অতঃপর কাটে নির্ঘুম প্রহর-
বাইরে এক রাশ অন্ধকার,
একটু দূরে কিছু ঝিঝি পোকা।

দুবার কয়েল সারানো ফ্যানটা
শ্লথ গতিতে দুলে দুলে ঘুরছে।
প্রতি তিন কি চার পাকে পাকে
ক্যাঁচ করে আওয়াজ তুলে, সে তাই
বাহবা দিচ্ছে- সবুজ মিস্ত্রীর ঝানু কীর্তিকে।

দেয়াল ঘড়ির নিঃশেষ প্রায় ব্যাটারীর সুবাদে
বেসুরো ঢং এ বেলা পেরুনোর উপহাস।
ধীরে ধীরে রক্তে নিকোটিন বেড়ে যায়;
আজকাল মশারাও গায়ে বসে না,
শুধু কানের কাছে এসে গোঁ গোঁ !

নিষ্পলক চোখের ত্রিসীমানায় ভিড়ে না কোন স্বপ্ন।
জানালার গ্রীল বেয়ে ঘরে প্রবেশ করে চুপিসারে
বিফলে যাওয়া মধ্যবয়সী চাঁদের হলদে আলো।
এভাবেই দারুন অপচয়ে রাত ভোর হয়ে যায়-
দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !!

১,৭৯৬ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “রাত্রিযাপন !”

  1. তাইফুর (৯২-৯৮)
    নিষ্পলক চোখের ত্রিসীমানায় ভিড়ে না কোন স্বপ্ন।
    জানালার গ্রীল বেয়ে ঘরে প্রবেশ করে চুপিসারে
    বিফলে যাওয়া মধ্যবয়সী চাঁদের হলদে আলো।
    এভাবেই দারুন অপচয়ে রাত ভোর হয়ে যায়-
    দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !!

    দারুন আর চ্রম কবিতাটা'র জইন্যে :hatsoff:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)
    এভাবেই দারুন অপচয়ে রাত ভোর হয়ে যায়-
    দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !!

    অনেক সময় ভালো লাগাটা অব্যক্ত থেকে যায়, এবারো রয়ে গেলো।
    আপনি আসলেই বস :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)
    দিনে দিনে কেমন যেন অচেনা এই আমি !!

    বয়স বাড়ছে না তোমার, চুল তো পাকবোই, টেনশনের কি আছে 😀

    কবিতা পড়ছি, ছ্যাকা কবিতায় আমি কমেন্টাই না B-)


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. আদনান (১৯৯৪-২০০০)
    বিষাদ ছুঁয়েছে আজ মন ভাল নাই ।

    ভাইয়া আপনার দেখি পুরা বিষাদময় অবস্থা । আপনার এ কবিতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে । দোআ করি মন ভাল হয়ে যাক । আনন্দের রংধনু আপনার কাছে ধরা দিক ।

    জবাব দিন

মওন্তব্য করুন : সৌমিত্র (৯৮-০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।