নিউরনে আলাপনঃ সাত

: একজনের ঘুম কেড়ে নিয়ে নিজে ভোঁস ভোঁস ক’রে ঘুমায়।
এটা কি অবিচার নয়?
তাই সকাল সকাল জাগিয়ে দিলাম, রাগ করলে?
: না, এইতো আরেকটু পরেই উঠতাম।
: আচ্ছা, আমার খুব দেখতে মন চায়, ঘুমিয়ে থাকলে তোমায় কেমন দেখায়?
: বোকাদের যেমন দেখায়, শিশুর মত ঘুমে কাদা হয়ে পড়ে আছে, হা করা মুখ গ’লে লালা বের হয়ে গাল বেয়ে নেমে বালিশ ভিজিয়ে দিচ্ছে!
: যাও, কী সব যে বলো? খুব শখ হয়েছিল, তাই বললাম।
: হুম, বুঝলাম।
: আজও তুমি কি আসবে? মানে, বৃষ্টি হয়ে আমার ছাদে?
: আচ্ছা, আসবো, প্রতীক্ষায় থাকবে?
আমার কালকের কবিতার প্রস্তুতি চলবে সারারাত…
আর তুমি বৃষ্টিতে গান গাইবে, ভিজবে,
নতুন করে পড়বে ভালবাসার ধারাপাত!
: প্রতীক্ষা ব্যাপারটা বেশ থ্রিলিং … তুমি বলেছো, যদি না সেটা অনন্তকালের হয় … এটা আমি বললাম!
: হুম, ভালো বলেছো।
: হুম, কী? বুঝলে কি যা বলতে চাইলাম?
: হুম।
: তুমি বুঝবে না কোনদিনও!
: “কার বা খাঁচা কে বা পাখি
কার জন্য মোর ঝরে আঁখি
পাখি আমার এই আঙিনায় থাকি
আমারে মজাতে চায়…
পাখি কখন জানি উড়ে যায়!
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না
আমি তবে উহার প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।
পাখি কখন জানি উড়ে যায়…”

সেপ্টেম্বর ১০, ২০১৫
টরন্টো, কানাডা।

৫ টি মন্তব্য : “নিউরনে আলাপনঃ সাত”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    শিশুর মতোন ঘুমিয়ে কাদা হয়ে পড়ে আছে ইচ্ছেগুলো। অযুত-নিযুত ইচ্ছে কত
    ঘুমিয়েই এক জীবন রইলো অধরা অনাগত।
    রইলো বাক্সবন্দী
    পাঁজরের খাঁচায় মারিজুয়ানায় ঘোর লাগা জীবনের মত।

    জবাব দিন

মওন্তব্য করুন : লুব্ধক (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।