বৃষ্টি-১

এবং এইমাত্র
চৌরাস্তার মোড়ে এসে
দাঁড়াতে’
সমস্ত ট্রাফিক
ছবির মতো জমে গিয়ে
পলকহীন হেডলাইটে
ড্যাবড্যাব তাকিয়ে দ্যাখে

আকাশ থেকে
এক দুই তিন চার পাঁচ
শ’
হাজার
অযুত
নিযুত
বিষ্টির পেরেক এসে
চৌরাস্তা-ক্রুশের একেবারে
কেন্দ্রে
গেঁথে
ফেলে
উল্লাসে রিমঝিম গাইছে ——
প্রত্যেকে প্রণত হও!
এ পুরুষ না এলে
শহরে আজ বৃষ্টি হতোনা।

১,২০৬ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “বৃষ্টি-১”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ভালো লাগলো নূপুর ভাই।

    বিলাই গল্প-২ কবে দিবেন? 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।