ছোট কবিতা – ২

উৎসর্গ: ফয়েজ (৮৭-৯৩) এর সর্বশেষ ব্লগ।
১.
কই সব,
শৈশবের
সই সব?

২.
সই ছি!
সখ করে এত
নিপীড়ন সইছি?

১,৪৭৪ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “ছোট কবিতা – ২”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ১। কল্পনা

    সই...
    এত দিনেও বুঝলি না
    আমি তোর কি হই!!!

    ২। বাস্তবতা

    আর সই...
    এ জীবনে শৈশবে
    তা আর পেলাম কৈ???


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    এই রকম কেন আমি লিখতে পারিনা এই দুঃখে মইরা যাইতে ইচ্ছা করতেছে।

    আমি সুইসাইড খাপো (কপিরাইট-মাস্ফু 😉 )


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)

    ছোট কবিতা (পড়ুন পরিবার), মজার কবিতা। 😀 😀
    তাই, একটা হোক, দুইটা হোক,
    কবিতা হোক মজার।

    (অবশ্য নূপুর ভাইয়ের এপর্যন্ত সবগুলা কবিতাই বস B-) )


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।