স্নানপর্ব – ৮

ফোঁপালো না?
আধভেজা তোয়ালেটা?

ফোঁস করে ফুলেছে
অভিমান,
বিরহের নরোম তান
গুনগুনিয়ে এগুতে’
ঝপ করে
পড়েছে র‍্য্যাকে –
মরুময়
ধবল ব্যারাকে

জুলুজুলু চোখে
সে-অজগর
অত:পর
শুষে নিতে চায়
তোমার স্নানাবশেষ –
তুলতুলে হরিণছানার মতন
বিন্দু বিন্দু জল

২,৫৪৬ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “স্নানপর্ব – ৮”

  1. তানভীর (২০০১-২০০৭)

    "তুল তুলে হরিণছানার মতন
    বিন্দু বিন্দু জল..."
    আমিও উপলব্ধি করতে পারলাম ওমর আনোয়ার ভাই এর মতই....
    নূপুর দা, আপনার কবিতার আমি ভক্ত।লেখার সাধ জাগে,তবে বুঝি অত কঠিন কাজ আমার দ্বারা নয়..... 🙂


    তানভীর আহমেদ

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    শুরুর নাটকীয়তাটা সবচেয়ে বেশী কেড়েছে নজর ...
    আর ~
    "ঝপ করে
    পড়েছে র‍্যাকে –
    মরুময়
    ধবল ব্যারাকে"

    বলতে বলতে এভাবে হয়তো নানা উছিলায় সব ক'টি লাইনই চলে আসতে পারে উদ্ধৃতিতে।
    আপাতত অজগরের কথা ভেবে থামি তাতে ...

    জবাব দিন
  3. তানজিনা (১৯৯৮-২০০৪)

    কী স্নিগ্ধ, সুন্দর একটা ছবি আঁকলেন, ভাইয়া! আর উপমা গুলো এতই জীবন্ত, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো...!

    তবে, আপনার কবিতা নিয়ে যতই বলি না কেন, এর বাইরেও কী যেন একটা থেকে যায় সবসময়!! :boss: :boss: :boss:


    For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    স্নানপর্ব এট ইটস বেস্ট!
    ভাই, সেরকম হইসে।

    আপনার এই সিরিজটা পড়লেই তীব্র স্নানাকাঙ্খা জাগে... :shy:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।