কলোনীবৃত্তান্ত

আ হা সে-উচ্ছ্বাস!
সিঁড়িতে তোমার পায়ের ছাপ দেখে
পানের ছোপে লাল হয়ে ওঠা দেয়াল
আরেকটু আরক্ত।
কতিপয় দুষ্টু ছোঁড়া গোটা গোটা অক্ষরে
আমাদের নামের মধ্যে প্লাস
বসিয়ে দিয়েছে দেখে
বেদম পেটালো বাবা,
শরীরে বেতের দাগ নিয়ে
ফোঁপাতে ফোঁপাতে
মাথা নুয়ে পড়ে
সেসব ছেলেদের প্রতি
অসুস্থ কৃতজ্ঞতায়

প্রাইভেট পড়তে গেলে
বীজগণিতের জটিলরাশিমালা যেন
স্থির আর ধীর দুটো চোখ –
‘খুব মেরেছে, না?’
কেমন করুণ জলে ভরে আসে

ডানপক্ষ জানে
সে বামপক্ষের
সমান কিছুতে নয়,
কেবল দ্যাখে
বিষন্নতার বিনিময়
গোপন উচ্ছ্বাসে

২,৫৪২ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “কলোনীবৃত্তান্ত”

  1. অরূপ (৮১-৮৭)

    "স্থির আর ধীর দুটো
    ‘খুব মেরেছে, না?’
    কেমন করুণ জলে ভরে আসে"
    নুপুর,
    এক ঝটকায় কতশত স্মৃতি মনে করায় দিলা।
    আনন্দশংকর শুনছিলাম, বাইরে ঠান্ডা বাতাস আর বৃষ্টি ।সাথে এই "কলোনীবৃত্তান্ত"
    আহা ... হৃদি ভেসে যায় অলকানন্দা জলে ...


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    স্মৃতিকাতর কিশোর প্রেম!

    কলোনীর সেই পথ, বারান্দা ঘুরে জানালায় অনুসরণ। চোখ নিচু করে তার হেটে যাওয়া। আহ্

    দারুণ নুপূর। তোমার লেখা সবসময় মিস করি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      সানা ভাই,
      অশেষ ধন্যবাদ। আপনার মন্তব্য পেতে এত ভালো লাগে, কি বলব!
      আপনাকে অনেক মিস করছিলাম এখানে। বলেছিলেন ইন্টারনেট এবং বোলোগ থেকে দূরে থাকবেন কিছুদিন --- সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে উৎপাত করিনি।
      এখন কি একটু নিয়মিত হবেন? খুব চাইছি আপনার নিয়মিত উপস্থিতি।

      জবাব দিন
  3. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "পানের ছোপে লাল হয়ে ওঠা দেয়াল
    আরেকটু আরক্ত" - কি চমৎকার করেই না বললে কথাটা!
    "কতিপয় দুষ্টু ছোঁড়া গোটা গোটা অক্ষরে
    আমাদের নামের মধ্যে প্লাস
    বসিয়ে দিয়েছে" - এই প্লাস বসিয়ে দেয়ার কথাটা আমিও আমার এক লেখায় বলেছিলাম। পাঠকের মন্তব্যে জেনেছিলাম, এ অভ্যেস নাকি পশ্চিমেও আছে।
    "বিষন্নতার বিনিময়
    গোপন উচ্ছ্বাসে" - চমৎকার অভিব্যক্তি!

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।